আমাদের কথা খুঁজে নিন

   

সোনার বাংলা ব্লগে ১৯৭১ এ মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে চলছে ব্যপক গবেষণা। প্রমাণ করে ফেলেছে শহীদের সংখ্যা ত্রিশ হাজার।

কিছুই কমু না..

সোনার বাংলা ব্লগে ইদানিং মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা চলছে। কখনো স্বাধীনার ঘোষক প্রশ্নে, আবার কখনে কোন কোন দেশের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছে সেই প্রশ্নে তলছে তুমুল আলোচনা, গবেষনা। সমাধানও বেরিয়ে আসছে মুহূর্তেই। যেমন- যুদ্ধ হয়েছিল ভারত-পাকিস্তানের মধ্যে, শহীদের সংখ্যা মাত্র ত্রিশ হাজার। এবং চলছে মনের মাধুরী মিশিয়ে প্রলাপ।

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে কি ৩০ লক্ষ লোক শহীদ হয়েছিল? আমাদের মহান স্বাধীনতাযুদ্ধে সত্যিকার শহীদের সংখ্যা কত? মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রকৃত সংখ্যা জানা দরকার Click This Link ছাগ গবেষণা বহুদূর এগিয়ে যাচ্ছে। অথচ এই বেজন্মার দল যারা এখন বলছে শহীদের সংখ্যা মাত্র ৩০ হাজার, তারা কি জানে না শুধু মাত্র খুলনাতেই শহীদ হয়েছে ২ লাখের বেশী মানুষ। ভিডিও দেখা না গেলে এখানে ক্লিক করুন এরা ৭১ এ পাকিস্থানে পক্ষ হয়ে এদেশের বিরোধীতা করেছিল। আজ এত বছর পরও সেই পরাজয় তারা মেনে নিতে পারছে না। তাই স্বয়নে স্বপনে শুধু দেশের ধ্বংষ দেখছে তারা।

আমি যতটুকু জানি সোনার বাংলা ব্লগে বিএনপি সমর্থকও অনেকে আছেন। এবং এই ব্লগের প্রতিষ্ঠাতাও বিএনপি সমর্থক। সেটা স্বঘোষিত জাতীয়তাবাদী ব্লগ। কিন্তু তাদের কাউকে দেখলাম না ঐ পোষ্টগুলোতে প্রতিবাদ করতে । ভালোই, আপনাদের স্যালুট জানাই, জামাত-শিবিরের জন্য একটু অভয়আরন্য তৈরি করে দেওয়ার জন্য।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।