সাহিত্য লেখক আমার মায়ের ভাষায় রক্ত মেখে মা মা বলে ডেকেছি, রক্তে ভেজা মায়ের বুকে ভাইকে কবর দিয়েছি।। মায়ের ভাষা বলতে গিয়ে যাদের রক্তে বইলো নদী. যাদের রক্তে ভেসে গেল পাকিস্তানের কালো গদী। তাদের স্মৃতির বেদীমূলে পুস্প দিতে এসেছি।। পলাশ ফুল আর কৃষ্ণচূড়া রক্তে মাখা মাটির মাঝে, ফাগুন মাসের আগুন জ্বেলে ডালে ফোটে রক্ত সাজে। রক্তে ভেজা মাটির মাঝে ভাইয়ের পরশ পেয়েছি।।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।