রায়ের খবর সেই দুপুরে শোনার পর থেকেই খুশিতে মন ছটফট করছিল একবার টিভি বা ফেসবুকে আপডেট পাওয়ার জন্য। সারা দিন পর ফেসবুকে বসে দুপুরের রায়ের নিউজ, বন্ধুদের স্ট্যাটাস, শেয়ার দেখে কেন জানি খুব আবেগাক্রান্ত হয়ে যাচ্ছি। বহুল প্রতীক্ষিত বিচারের রায় শুরু হল। ৪২ বছরের কলঙ্কের দায় ঘুচানোর সময় এসেছে এবার। জাতির মেরুদণ্ডে আঘাত হানা শূকরদের ফাঁসি কার্যকরের সংবাদ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। যেদিন শেষ ফাঁসির রায়টা হবে সেদিন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যেয়ে ক্ষমা চেয়ে আসব তাঁদের ৪২ টি বছর অপেক্ষা করাবার জন্য। না স্রস্টা, আজ আমি কাঁদতে চাই না। যেদিন সবগুলো জানোয়ার ফাঁসির দড়িতে ঝুলবে ওই দিন কান্না দিও তুমি...যত খুশি ! জয় বাংলা !! সব ক’টা জানালা খুলে দাও না আমি গাইব, গাইব বিজয়েরই গান ওরা আসবে চুপি চুপি… যারা এই দেশ টাকে ভালবেসে দিয়ে গেছে প্রাণ || চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু এমন খুশির দিনে কাদঁতে নেই||
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।