যুদ্ধ চাই যুদ্ধ,আরেকবার বাংলা মাকে পবিত্র করবো অতঃপর কাদের মোল্লা সকল শহিদের মুখে মুত্র ফালাইয়া বগল দাবাইতে দাবাইতে বের হইলেন এবং কহিলেন আমার যৌবন এর এখনও অনেক দাম।তাই আমার বংশ বিস্তার এর প্রয়োজনে বেচে থাকা দরকার।অতপর সে হাসিতে উচ্চস্বরে লাগিল।দেখার বিষয় খানা হইলো উনার মুত্রের বিচ্ছুরিত কণা সমূহ কি উনাদের মুখে পড়েনি? হয়তো মিনারেল ওয়াটার এর আধুনিক সংস্করণ বলিয়া গিলিয়া ফেলেছে।বাহ রে বাহ!!!!!সাব্বাস বেইমান।মোল্লা করেছে ৭১ এ, করলি ১৩ তে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।