আমাদের কথা খুঁজে নিন

   

জলের বাসন

সবসময়ই চাই একটু অসাধারণ হতে কিন্তু তার পরও সাধারন সীমানা পেরুতে পারি না । কি ক্ষতি করেছি আমরা কি এমন ক্ষতি ? যে আমাদের ভাতের থালার সামনে রাখা বাসনই চোখে পড়ল তোমাদের ! আমরা নাকি তোমাদের বন্ধু ? নাকি পেছনের পাওনা উসুল করতে চাইছ ? একথা আগে বললে হয়ত চাইতাম না ধার , হয়ত করতে হত না উপকার । হয়ত নয় মাস নয় নয় বছর জ্বলতাম তারপরওতো পেতাম । তোমরা দেখনি ? আমরা কি দিতে বাকি রাখি ; আমাদের ধান, ধন, রক্ত, প্রাণ- সব দিতে পারি । শুধু আমাদের অস্তিত্বে থাকতে পারবেনা শোষণ ।

তোমরা কি জাননা, আমরা সব মেনে নিতে পারি নিভে থাকতে পারি, ছাইয়ের তলে অনেক বছর শুধু জ্বলে উঠি, যখন কেউ হাত দিয়ে ছুঁতে চায়, ভাতের থালার সামনে রাখা জলের বাসন । তখন আমরা ভুলে যাই মায়ের আদর, প্রিয়ার চোখ, ভালবাসা । এই একটি প্রশ্নে সব করে দিতে পারি বিসর্জন । তোমরা জান । তোমরা যদি ভেবে থাক পুরনো দেশলাইয়ের কথা, যদি ভেবে থাক দেশলাইয়ের বাক্সে জন্মাতে পারেনা গ্রেনেড।

তবে তা হবে তোমাদের ভুল । মনেরেখ- আমরা একবার জ্বলে নিভেযাই না । আমাদের শরীরে লেগে আছে বারুদের গন্ধ । শিরা ফেটে আমাদের রক্ত ঝরতে জানে । শুধু জানেনা মেনে নিতে কার স্পর্শ; যখন তা পরে গিয়ে ভাতের থালার পাশে জলের বাসনে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।