আমাদের কথা খুঁজে নিন

   

জলের তলে

জলের তলে সাঁতরেছি অনেক অনেক নদী, পারাবার, জলাধার তীরে পৌছেও, ডাঙায় উঠতে পারিনি কিনার ধরতেই পিছলে গেছি ডুবে, জলের নিচে পাথরে মাথা ঠুঁকে আবার ভেসে উঠেছি ; এরপর থেকে শরীরে ছাই মেখে নামব । মাছেরা তো কখনও ডাঙায় উঠার স্বপ্ন দেখে না – তবু তাদের উঠতে হয়, জল ছেড়ে, লোকালয়, শহর, বাজার দেখা হয় ধারালো বঁটি হেঁসেলের আগুনে ঝলসে মানুষের অন্ত্র, পরিপাক তন্ত্রে বিলীন । তবুও স্বপ্ন দেখে, পানিতেই বাঁচতে চায় । আমি ডুবি-ভাসি জলের থেকে পরিত্রাণ চাই কিন্তু স্বপ্ন; তা তো তেমন হয় না যেমনটা দেখা হয় । ভাঁসতে ভাঁসতে মরি ডুবতে ডুবতে বাঁচি মরণ যে আমার এখানেই । আজ আমার বাঁস, পানির তলার শুকনো ঘাস পূঁর্নিমা রাতে ভেসে উঠি চাঁদের আলোতে সাজব বলে আয়নাতে মুখ দেখে কপালে চাঁদ রেখে অনেক দিনের এলোমেলো চুল আঁচড়ে নেব । জলে নেমেছিলাম মাথার উঁকুন গুলো ধুয়ে ফেলতে তা গেছে ঠিকই জড়িয়েছে সাপ, বাসা বেঁধেছে কুমিড় জল-পড়ির সাথে দেখা আজও হয় নি । এখানে তো বেশ আছি – অক্সিজেনের প্রয়োজন হয় না ঘুমিয়ে ঘূমিয়ে বাঁচা আর সবুজ শ্যাওলার সাথে ভেসে বেড়ানো, বিলীন হয়ে যাওয়া ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।