জলের অহং
জলের আয়নায়
চোখের কার্নিশ ছুঁয়ে গেছে কিছু নরম রোদ
পুকুরে তখনো সন্ধ্যে নামেনি
তুমি জলের আয়নায় আমায় দেখছো নীরবে
আমি তখন কচুরীপানা সরিয়ে দিচ্ছি আলতো হাতে।
রাঁজহাস দুটি তরঙ্গে জলছবি এঁকে যায়
কোথাও বুঝি পাতার বাঁশি বাজে
তুমি শুনতে পাও কি ?
বাঁশঝাড়ের আলোছায়া-
আকাশকে আড়াল করে যখন সন্ধ্যে নামায়
আমার আগোছালো ভেজা চুলে ছড়িয়ে পরে
তোমার আঙ্গুলের পাপড়িগুলো...
ছেলে, তুমি আঁধার খোঁজো কি ?
ছবি: সাজি'পার সৌজন্যে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।