আমাদের কথা খুঁজে নিন

   

কুমিল্লার প্রথম নগরপিতা হলেন মনিরুল হক সাক্কু

আমি একজন সাধারন মানুষ কুমিল্লার প্রথম নগরপিতা নির্বাচিত হলেন নাগরিক কমিটির প্রার্থী মনিরুল হক সাক্কু। নির্বাচনের আগে তিনি বিএনপি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন। নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রথম মেয়র নির্বাচনে বৃহস্পতিবার ৩০,৩১১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। মোট ৬৫টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে ৬৫,৭৪০ ভোট পেয়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আফজল খান পেয়েছেন ৩৫,৪২৯ ভোট।

সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হয়। সাড়ে চারটা থেকেই বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসতে শুরু করে। সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে নিজেদের প্রার্থীর বিজয় সংবাদ শোনার আগ্রহ নিয়ে বিকেল থেকেই নগরবাসী জড়ো হন পূবালী চত্বরে। নগরীর ব্যস্ততম এলাকা কান্দির পাড়ে এ পূবালী চত্বরের পাশেই টাউন হল মিলনায়তনে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতাসীন হবার পর এটি দেশে তৃতীয় সিটি করপোরেশন নির্বাচন।

এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হন বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলম। আরেকটি নবগঠিত সিটি করপোরেশন- নারায়ণগঞ্জে বিএনপি সমর্থিত প্রার্থী নির্বাচন না করলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী জয়ী হন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.