আমাদের কথা খুঁজে নিন

   

কুমিল্লার মেঘনায় দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ২০

কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের তুলাতলী বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশসহ ২০ জন আহত হয়। এ সময় বাজারের ৬টি দোকানের মালামাল লুট হয় বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন।

বাজারের ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার দুপুরে উপজেলার তুলাতলী বাজারে একই গ্রামের মাছ ব্যবসায়ীরা মাছের পসরা সাজিয়ে বসলে খিদিরচর গ্রামের মাছ ব্যবসায়ীরা জায়গা না পেয়ে তাদের তাদের বাক-বিতণ্ডা শুরু করে। এক পর্যায়ে তুলাতলীর ব্যবসায়ীরা খিদিরচর গ্রামের ব্যবসায়ীদের ধাওয়া করে। পরে খিদিরচরের ব্যবসায়ীরা দেশীয় অস্ত্র নিয়ে তুলাতলী বাজারের ব্যবসায়ীদের ওপর হামলা চালায়।

এসময় ২পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ২০জন আহত হয়।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছিম উদ্দিন জানান, তুলাতলী বাজারের মাছ ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.