আমাদের কথা খুঁজে নিন

   

হায়রে! কুমিল্লার রসমালাই



আজ সকালবেলা ভবঘুরের বৈশিষ্ঠ্যখানি অক্ষুন্ন রাখতে গেছিলাম কুমিল্লায়। যাওনের পথে একখান পোস্ট দিছিলাম সবাইরে জানাতে যে আমি কুমিল্লায় যাচ্ছি। ওমা! কিছুক্ষন পরে গুরুজী, সবারপ্রিয় আর পুত্তুম পিলাচ খ্যাত রাজসোহান গোপনে কুমিল্লার রসমালাই খাওয়ানোর বায়না জুড়ল। একটু পরে ব্লগার পরাগ সরাসরি পোস্টে মন্তব্য করেই বুকিং দিল রসমালাইয়ের। ফেরার পথে ভাবলাম কি আর করা নিয়ে যাই ওদের জন্য হাতে করে।

ফেরার সময় ফেসবুক এবং মেসেঞ্জারে সবগুলা হামলে পড়ল এবং আমাকে জানালো রবীন্দ্র সরোবরে তারা সন্ধ্যা ছয়টায় অপেক্ষা করবে। শাহবাগ এসে ফুনাইলাম সবারপ্রিয়রে, সে ল্যাব এইডের সামনে থেকে আমার গাড়িতে উঠল এবং উঠেই ব্লগারদের জন্য আনা দুই বাটি রসমালাইয়ের এক বাটি পুরাটা সাবাড় করে দিল। বাকীটা নিয়ে যখন রবীন্দ্র সরোবরে যাচ্ছি তখন পড়লাম বৃষ্টির কবলে তাই নিজাম শংকর প্লাজায় থেমে ওদেরকে সেখানে আসতে বললাম। প্রথমে এলো রাজসোহান এবং তারপর পরই চামচসহ হাজির গুরুজী। শুরু হলো পরাগের জন্য অপেক্ষা।

পরাগ এলো আরও কিছুক্ষন পর। কিন্তু কে জানত রসমালাই খাওয়ার পরিবর্তে ওরা মারামারি করবে! কি, বিশ্বাস হচ্ছে না! তাহলে ছবিগুলিতে চোখ বুলান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.