লাকসাম উপজেলা বিএনপি'র সভাপতি সাইফুল ইসলাম হিরু ও পৌর বিএনপি'র সভাপতি হুমায়ুন কবির পারভেজের সন্ধান ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বুধবার সকাল থেকে কুমিল্লার নয় উপজেলায় ১৮ দলের হরতাল চলছে। হরতালের সমর্থনে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল করেছে ছাত্রদলকর্মীরা। পিকেটিং করার সময় পুলিশ দুই ছাত্রদল কর্মীকে গ্রেফতার করেছে। তবে সকাল ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলার কোথাও থেকে বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটণার খবর পাওয়া যায়নি।
জানা গেছে, জেলার লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম, ব্রাহ্মণপাড়া, বুড়িচং, সদর দক্ষিণ, বরুড়া এবং কুমিল্লা সদরসহ নয়টি উপজেলায় হরতাল চলছে। সকালে লাকসাম বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। একই দাবিতে কুমিল্লা মহানগরীতেও আজ বুধবার সকাল থেকে ঢিলেঢালাভাবে হরতাল চলছে। হরতালের সমর্থনে সকালে টায়ারে আগুন জ্বালিয়ে ও সড়কে ইট ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে হরতালকারীরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।