The salvation of all, sometimes require the sacrifice of yours' or your's most beloved thing... তোমার কাছে অর্থহীন আমার শত অনুভূতি, তোমার সব কল্পনাতে- আমারই শুধু ঘাটতি। সব কথা তো জেনেই আছো, তবু নীরব কেন থাকো? শুকনো পাতায় সকালের পথে- পাশে কেন না হাঁটো !! তোমার স্মৃতি খুঁজে পাই- ওই শীতের ঝরা পাতায়, বিকাল-সন্ধ্যা কিংবা রাতের রাগ-অভিমান খেলায়। একলা আমি যাই যে হেঁটে- ওই প্যারিস রোড-টা ধরে, থাকবে তুমি পাশে আমার- হাতটা ধরে জোরে। বুঝেও কেন চাও না বুঝতে, হৃদয়ের অন্তর-গ্লানি, আজীবন শুধু আমার তুমি, এতটুকু-ই জানি। ...রোমন্থন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।