স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির বলেছেন, ‘পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা দুটি সন্তানের বেশি জন্ম দিলে তাদের পদন্নতিসহ সরকারি সুযোগ সুবিধা বন্ধ করা হবে।’ তিনি বলেন, ‘বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্য ও জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যে সরকার কমিউনিটি ক্লিনিক তৈরি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবাকে দরিদ্র মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে।’ স্বাস্থ্য বিভাগে আরও ৩২ হাজার কর্মী নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।