সর্বোচ্চ ১০ বছর সশ্রম কারাদণ্ডের বিধান রেখে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুমোদন করেছে মন্ত্রিসভা। এছাড়া সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর কর্তৃপক্ষ আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ পরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের বিস্তারিত জানান। তিনি জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের খসড়ায় সর্বোচ্চ ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রাখার কথা বলা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।