আমাদের কথা খুঁজে নিন

   

সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন চাই,বুয়েট শিক্ষকের রাজনৈতিক মনোভাব আর দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের অসহায় শিক্ষার্থীদের আর্তনাদ....

www.facebook.com/tawasawbil ফেইসবুকে "অসামাজিক আমি" অনেকের মাঝেই স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসছে, শুধু সুজিত আর মিঠুন কেন শাস্তি পেলো এবং দীপ কেন পেলো না? ঈশানের সাথে ভাল করে কথা বলে এবং প্রত্যক্ষ সাক্ষীদের সাক্ষ্য অনুসারে ঈশানের উপর আক্রমনের সাথে দ্বীপের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। সেক্ষেত্রে তদন্ত কমিটি যেটি সঠিক মনে করেছেন, সে হিসেবেই মতামত দিয়েছেন। আমরা সকলে এই মতামতের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক সম্মতি জ্ঞাপন করছি আপডেট(০২ রা জানুয়ারি,রাত পৌনে নয়টা): শিক্ষকদের সভাশেষে ঈশানকে হামলার ঘটনায় দুই ছাত্র সুজিত এবং মিঠুনকে আজীবন বহিঃষ্কারাদেশ দেয়া হয়েছে এবং অন্যছাত্র দ্বীপের বহিঃষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে .... নতুন বছরের শুরুতেই এমন একটি অনাকাঙ্খিত ঘটনা শুনতে হবে তা হয়তো ভাবতেও পারিনি .... ঘটনার সূত্রপাতঃ ০৬ ব্যাচের র‍্যাগ উপলক্ষে আয়োজিত কনসার্টকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। বুয়েটের দীর্ঘদিনের ট্রেডিশন অনুসারে র‍্যাগ কন্সার্টের ফেন্স এর ভিতরে শুধুমাত্র র‍্যাগ ব্যাচ থাকে! মেয়েদের নিরাপত্তা এবং প্রাইভেসি সবকিছু চিন্তা করেই এটা করা হয়ে থাকে। ঈশান গেটে ছিল শুধুমাত্র ০৬ ব্যাচের প্রবেশ নিশ্চিত করার জন্য।

তখন সুজিত(০৮ ব্যাচ-এম এম ই_ দুই বছরের জুনিওর!!) জোর পূর্বক তার রাজনৈতিক পরিচয়ের জোরে ভিতরে ঢুকতে চায়! ঈশান তাকে বাঁধা দিলে ঈশানকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে!! ঈষান এর কোন প্রতিবাদ না করে চুপ থাকে। এই অবস্থায় ঈশানকে ডিফেন্ড করার জন্য অন্যান্য বন্ধুরা এগিয়ে আসলে, সুজিত ০৬ ব্যাচকে দেখে নেয়ার হুমকি দেয়!! ঐ রাতে সুজিত ০৬ এর নাহিয়ান নাসির এর উপর চড়াও হয়ে ওর বুকে লাথি মারে। বিদায়ী ব্যাচ হিসেবে ০৬ ব্যাচ কোন ঝামেলায় যেতে চায়নি!! সেটাই পরবর্তীতে কাল হয়!! আজকে দুপুর একটায় সুজিত এর নেতৃত্তে সুজিত, দ্বীপ ,মিঠুন নজরুল ইসলাম হলে ০৬ নিধনে চড়াও হয়! পরিস্থিতি এমন ছিল যে ০৬ এর টি- শার্ট কেঊ সামনে পড়লেই জীবন সংশয় নিশ্চিত। দুর্ভাগ্যক্রমে কাউকে না পেয়ে এবং ঈশান কে একা পেয়ে তার উপর হকিস্টিক নিয়ে চড়াও হয়। ঈশানের এক হাতের জয়েন্ট থেকে আলগা হয়ে গিয়েছে, দুই পা থেতলে গিয়েছে! আর দুই মাস পরেই যে ছেলের নতুন জীবন শুরু করার কথা, সে আজ হস্পিটালের বেডে শুয়ে কাতরাচ্ছে!! ঈশানের এক্সরে রিপোর্ট এক বুয়েটিয়ান ভাইয়ের ফেইসবুক স্ট্যাটাস দেখুন Shakil Ahmed "আমিসহ(one of Ishan's friend) আরো ৩ জন সবার প্রতিনিধি হিসেবে প্রোভিসির বদ্ধ কক্ষে প্রবেশ করি।

এরপরই এই অদ্ভুত শিক্ষকদের মুখোশ খুলে যায়। প্রথমে আমাদের চারজনকে তাদের দলে ভেড়ানোর চেষ্টা করে, বলে সবাই তো উন্মাদ, আমরা অবশ্যই তা না, তারপর কালক্ষেপণের পক্ষে সাধারণ ছাত্রদের বুঝাতে আমাদেরকে বলে। আমরা তৎক্ষণাৎ প্রতিবাদ করায় সুর পাল্টায়। আমরা বলি নোটিশ থেকে ঐ রহস্যজনক শবদগুলোকে বাদ দিতে হবে, *চূড়ান্ত তদন্ত,... *আজীবন বহিস্কার এই শব্দগুলো জুড়ে দিতে। প্রোভিসি ক্ষেপে গিয়ে আমাদের চার জনের উপর চড়াও হয়, বকা দিতে থাকেন।

আমরা অনড় থাকি দাবিতে। পরে একসময় উনি বলেন "দেখে নিবো তোমাদের চারজনকে কে সার্টিফিকেট দেয়, সার্টিফিকেট নিতে তো তোমাদের আমার কাছে আবার আসতে হবে!!" উনি কতটা নিচে নামতে পারেন সেটা আমাদের বোঝা হয়ে গেলো। "......Pro-VC Habibur Rahman buet er student der certificate dey ???? few days later he may start selling BUET certificate ....OMG !! মা-বাবার পরে সম্মানের যে স্থান টি দখল করে আছেন যারা ,তারাই আমাদের শ্রদ্ধেয় শিক্ষক...একজন বাবা কখনোই তার ঘরের পাঁচটি ছেলে থাকলে তাদের আলাদা আলাদা চোখা দেখবে না ,তবে কেন এখানে শুধুমাত্র রাজনৈতিক কারনে একজন শিক্ষকও তার নীতিনৈতিকতা কে জলাঞ্জলি দিয়ে রাজনৈতিক ছত্র ছায়ায় কথা বলে, সত্যি সেলুকাস ,বড় বিচিত্র দেশে আমরা বাস করছি .... এভাবেই হাজার খানেক বুয়েটিয়ান প্রো-ভিসির অফিস ঘিরে রাখে সিনিয়র ছাত্রকে মারধর করা ছাত্রলীগের কয়েকজন জুনিয়ার নামধারী সন্ত্রাসীর অজীবন বহিঃষ্কারের দাবিতে.... আপডেট ১: আসামী পক্ষের সাক্ষ গ্রহনের সময় সকলের বুয়েটিয়ানদের শান্তিপূর্ণ অবস্থান সর্বশেষ... তদন্ত কমিটির অগ্রগতি জানার জন্য সকলে রেজিস্ট্রার বিল্ডিং এ অবস্থান করছে। বুয়েটিয়ানরা, যে যেখানেই আছেন, মুহূর্তের মাঝে রেজিস্ট্রার বিল্ডিং এ জড়ো হতে বলা হয়েছে। সবাই সবাইকে জানাতেও বলা হয়েছে।

আজই চূড়ান্ত সিদ্ধান্তের ... আপডেট ২: ঈশানের অপারেশনের পর এক্স-রে রিপোর্ট.... সেই সাথে মেডিকেল রিপোর্ট সর্বশেষ ২(সন্ধ্যা ৭টা,০২/০১/২০১২): ক্যাম্পাসে আবার নতুন করে পুলিশের শো-ডাউন শুরু হয়ে গেছে। বুয়েটিয়ান সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহবান জানানো যাচ্ছ.... পুলিশের পাহারায় শিক্ষকদের মিটিং চলছে..... সাধারণ শিক্ষার্থীরা অধীর আগ্রহে ন্যায়বিচারের অপেক্ষা করছে... কেউ কে ধৈর্যচ্যুত না হতে বলা হয়েছে, কেউ যেন বিশৃঙ্খলার চেষ্টা না করে আর যে করবে সে নিশ্চয় উদ্দেশ্য প্রনোদিত হয়েই সে কাজ করবে ...বিশৃঙ্খলাকারীরে দমিয়ে রাখার আহবান জানানো হয়েছে সাধারন শিক্ষার্থীদের পক্ষ হতে.... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।