আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষাঙ্গন চাই ইভটিজিং ও সন্ত্রাসমুক্ত



সাখাওয়াত হোসেন শাওন ঝালকাঠি। শিক্ষা শিক্ষা শিক্ষা চাই, শিক্ষা ছাড়া উপাই নাই এই শ্লোগানকে সামনে রেখে শিক্ষাঙ্গনে চাই সন্ত্রাসমুক্ত পরিবেশ। এই ধরনের একটি আলোচনা করা হয় ৬ নং বাসন্ডা ইউনিয়নের কৃষ্ণকাঠির টাইগার সরকারী প্রথমিক বিদ্যালয়ে। এই স্কুলের প্রধান শিক্ষকের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয় । সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং বাসন্ডা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব ইউনুস আলী খান।

তিনি তার বক্ত্যবে বলেন শিক্ষা জাতির মেরুদন্ড। সমস্যাসস্কুল এই বাংলাদেশ। বিপুল জনসংখ্যার এই দেশের অধিকাংশ মানুষই অশিক্ষিত এবং নিরক্ষর। একটি গনতন্ত্র স্বাধীন দেশের অধিকাংশ লোক নিরক্ষর এটি জাতির জন্য বিরাট লজ্জার ব্যাপার। নিরক্ষরতার কারনে জাতি হিসেবে আমরা উন্নতি তো করতেই পারছিনা উপরন্তু যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা শিক্ষা গ্রহন করে দেশ ও জাতির অশেষ কল্যান সাধন করবে বলে মনে করা হচ্ছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকাল ব্যাপকহারে বোমাবাজি, গোলাগুলি, মারামারি, হৈচৈ ও ইভটিজিং সহ নানা ভাবে শিক্ষাঙ্গনের পরিবেশ দারুনভাবে কলুষিত হয়ে পড়েছে।

শিক্ষাঙ্গনের এ নৈরাজ্য ও হতাশাব্যঞ্জক অবস্থা দেখে অভিভাবকরা সারাক্ষন দুশ্চিন্তার অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছেন। এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাস মক্ত রাখতে হবে তা যে কোন মূল্যে হক তা করা হবে। সভার আরো বক্ত্যব রাখের স্কুলের সহকারী শিক্ষক, অভিভাবকবৃন্দ ও ইউনিয়ন ইনফরমেশন সার্ভিস সেন্টারের সেন্টার পরিচালক সহ গন্যমান্য ব্যক্তিবর্গরা। সভার সভাপতির বক্ত্যবে তিনি বলেন শুধু আমার স্কুলের নয় সারা বাংলাদেশের সকল স্কুলকে সন্ত্রাস ও ইভটিজিং মুক্তু শিক্ষা প্রতিষ্ঠান গড়তে সকলের প্রতি আহবান জানাই। সাখাওয়াত হোসেন শাওন ঝালকাঠি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.