আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামে আগুনে তিন শতাধিক ঘর ভস্মীভূত

নগরের ফিরিঙ্গিবাজার ও কালুরঘাটে পৃথক অগ্নিকাণ্ডে তিন শতাধিক বস্তিঘর ও দোকানপাট পুড়ে গেছে। এ সময় আগুনে ছয়টি গরু মারা গেছে ও চারটি অগ্নিদগ্ধ হয়েছে। আজ রোববার ভোরে এই দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোররাত চারটার দিকে এয়াকুবনগর এলাকায় একটি বসতঘরে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।

পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১১টি গাড়ি আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে এক কক্ষবিশিষ্ট ৩০০ ঘর, পাঁচটি দোকান, একটি ওয়ার্কশপ ও দুটি লবণের গুদাম পুড়ে গেছে। আগুনে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস আগুনে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানালেও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ক্ষয়ক্ষতি আরও বেশি বলে দাবি করছেন।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাঁচা ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। এদিকে, নগরের কালুরঘাটে সকাল সাড়ে ছয়টায় মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুনে এক কক্ষবিশিষ্ট ২৫টি ঘর ও একটি গোয়ালঘর পুড়ে গেছে।

দুজন মালিকের এই ভাড়া করা বসতঘরের পাশে গোয়ালঘরটির অবস্থান। গোয়ালঘরে এ সময় ১০টি গরু ছিল। এগুলোর মধ্যে ছয়টি দগ্ধ হয়ে মারা যায়। অপর চারটি গরু সামান্য পুড়ে গেছে। সকাল সোয়া সাতটার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনে আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানায়। View this link ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.