হরিষে বিষাদ ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত...
লিখেছেন ফিউশন ফাইভ, ৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:৫৯
post imageউৎসর্গ ■ নোবেলবিজয়ী_টিপু
২৪ নভেম্বর ব্লাডক্যান্সারে ভুগে ২২ বছর বয়সে মারা যাওয়া এই ব্লগারের মৃত্যুতে ব্লগে নেমে আসে শোকের ছায়া, জানানো হয় শ্রদ্ধাঞ্জলি। [/sb
'ব্লগার টিপু' তথা 'ইসমাইল টিপু' ভাই কে আমি চিনি না। এখনো ভালো করে চিনিনা। তবে ব্লগের শুরুর দ্বিতীয় লেখাটা থেকেই তাকে চিনলাম, জানলাম। তার ব্লগের লেখাগুলো পড়লাম।
ভাবতেই বুকের ভেতরটা কেবম চিনচিন করে ওঠে... একজন মানুষ এত অল্প বয়সে নিজেকে প্রমান করেছেন ব্লগের মাধ্যমে। উচ্ছলতায় ভরা তার লেখাগুলো আর দেখা যায়নি ব্লগে... যাবেও না। পৃথিবীটা এত নির্মম কেন??? কেন কিছু কিছু মানুষ সবাইকে মায়ার বাঁধনে বেঁধে এত তাড়াতাড়ি নিয়ে নেই। বাঁধনটা কেন এত দ্রুতই ছিড়ে যায়.............। যে জগতে আছেন, ভালো থাকবেন....... স্বার্থপর পৃথিবীর সব স্বার্থ থেকে দূরে গিয়ে হয়তো ভালো আছেনই।
কিন্তু আপনার হাজারো ভক্তরা ভালো নেই.................. ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।