Friendly,helpful.....
"মা" কে নিয়ে লেখা কবিতা, গল্প, উপন্যাস, নাটক - পাঠকদের মনোযোগ কেড়ে নেয় । আমি নিজেই তার প্রমাণ যেমন- আমি তিন বছর আগে মা দিবস উপলক্ষ্যে দৈনিক ইনকিলাব পত্রিকায় "মা" কে নিয়ে একটি লেখা পাঠাই । এটি আমার প্রথম লেখা ছিল এবং ছাপাও হয়েছিল । আমি যে কী পরিমাণ খুশি হয়েছিলাম তা ভাষায় প্রকাশ করতে পারবোনা, তাও আবার আমার "মা" কে নিয়ে লিখেছিলাম । আর ব্লগে লিখতে এসেও সেই "মা" কে নিয়ে লেখাতেই প্রথম মন্তব্য পেলাম যা ভাবতেই ভালো লাগছে...। আসলে আমার জীবনটাই যে "মা"ময়, উঠতে, বসতে, চারদিকে শুধু মাকেই দেখি । আর এখন আমার "বাবাই" হচ্ছেন আমার সবকিছু । তিনিই আমার "মা" , তিনিই আমার "বাবা"...।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।