আমাদের কথা খুঁজে নিন

   

আসিতেছে এপ্রিল ফুল। বোকাদের ছেড়ে দিতে হবে স্থান। কেউ কি বোকাদের স্থান ধরে রাখতে চান?

বিজ্ঞানী শিমুল আসিতেছে এপ্রিল ফুল। এর ইতিহাস অনেকেই বলে ফেলেছেন। তাই আমি অনেক জানি। কিন্তু এটা ঠিক যে আমাদের এপ্রিল ফুলের ফলাফলের ফলাফল আমাদের অনুধাবন করতে হবে। দুঃখের বিষয় আজ ইতিহাসও পাতিহাস হয়ে হারিয়ে গেছে।

অনেকেই বলে বেড়াচ্ছেন এপ্রিল ফুলকে না বলুন। এইটা কি কোন রোগ যে না বলতে হবে? অনেকেই এখনও বিভিন্ন স্থান হতে ইতিহাসের স্ট্যাটাস খানা কপি করিয়া বিলাইয়া দিতাছে। সত্যিকার অর্থে এখনও আমরা এপ্রিল ফোলের(ফুল) স্বীকার। আমরা যে সবসময় বোকাদের দলে থাকতেছি এটাই এর অকাট্য প্রমাণ। এপ্রিল ফুল কোন অনুষ্ঠান নয়।

এটা শুধুমাত্র একটা বোকামি চিন্তা। এই যেমন দেখুননা আমি বোকার মত বকবক করছি। আমাদের দেশে যারা বোকা, তারাই শ্রেষ্ঠ গাধা। কারণ গাধার কাজ হচ্ছে বেকার খাটুনি। আমরাও তেমনি বেকার খেটে যাচ্ছি।

আমরা হচ্ছি উচ্চ মানসম্পন্ন বোকা। কারণ একমাত্র আমরাই নিজেরা নিজেদের ভালো চাইনা, সাথে সাথে অন্যের ভালোতো চাইইনা। আমরা দেশ তুলে দিয়েছি হাদারামদের হাতে। আর নিজেরা হয়েছি গাধারাম। কালের পর কাল এক হাদারামের পর আরেক হাদারাম আমাদের শাসন করছে।

আমরাও আরো কয়েক হাজার বছর এই গাধারাম হয়ে বংশপরম্পরায় টিকে থাকব। তবে এই টিকে থাকা হবে ভেড়ার মত মূল্যযুক্ত। এপ্রিল ফুল থেকে শিক্ষা নিয়ে যদি মানুষ হয়ে দেশের নেতৃত্ব আরেকটা মানুষের কাছে দিতে পারি তবেই বেঁচে থাকা সার্থক হবে। আর না হলে সবাই চলেন একযোগে এপ্রিল ফুল উৎসব পালন করি। বংশপরম্পরায় হাদারাম থেকে গাধারাম হয়ে আরামসে এই বোকাদের রাজত্বে আরও কয়েক হাজার বছর টিকে থাকি।

সবার প্রতি শুভকামনায় মঙ্গলগ্রহ থেকে “বিজ্ঞানী শিমুল”। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.