firefox স্প্রিং এর মিষ্টি রোদ উপভোগ করতে করতে , কিন্ডলে একটা পিডিএফ পড়ছিলাম . একজন আমেরিকান মেয়ে পাশে এসে বসলো . মিষ্টি হেসে,hi , হেলো বলে, একটু পরে জানতে চাইল "যিশুর সাথে তোমার কি সম্পর্ক ?" আমি : দুঃখিত মাদাম , যিশুর সাথে আমার কোন সম্পর্ক নেই। মেয়ে : ওহ ! কেন ? আমি ভেবেছি তুমি মেক্সিকান . তোমার কি "বাপ্তিসম " হয় নি ? আমি: না , কারণ আমি যিশু ক্রিস্টে বিসসাস করি না . আমি ক্রিষ্টান নই। মেয়ে : তুমি কি জান তুমি দোজখে যাচ্ছ ? আমি : না কারণ আমি দোজখ য়েও বিলিভ করি না . মেয়ে : ওহ মাই , তুমি নিশ্চয় ইন্ডিয়ান ? পুনর্জন্মে বিস্সাশি ? আমি: না আমি "হিন্দু" না, পুনর্জন্মে বিসসাস করি না . মেয়ে : তুমি নিশ্চয় মুসলিম ? মোহাম্মদ কে মানো ? তোমাদের বই য়ে যিশু কে ত্রানকারী বলা হয়েছে ! আমি: এবার ও ভুল মাদাম , আমি মুসলিম ও নই . আমি একজন স্কেপ্তিক . মেয়ে: সেটা কি ? আর ইউ অন এথেইস্ট ? আমি: হুম কোন লেবেল আমার গায়ে সেটা আমি জানি না . কিন্তু আমি প্রমান ছাড়া কিছু তে বিসসাস করি না . যেমন তুমি বিসসাস কর না যে সান্তা ক্লস আছে নর্থ পোল য়ে , কিন্তু আমি প্রমান করতে পারব না যে সান্তা ক্লস নেই বা আছে . ঠিক তেমন আমিও জানি না কি আছে আর নেই, কিন্তু আপাতত প্রমান এর অভাবে ধরে নিচ্ছি যে কেও নাই . মেয়ে: কিন্তু গড এর প্রমান তো আছে ! আমি: কি ? মেয়ে : বাইবেল ! বাইবেল যে লেখা আছে গড এর প্রমান . যিশু ক্রিস্ট খোদার পুত্র এবং খোদার তরফ থেকে পৃথিবী তে এসেছে আমাদের উদ্ধার করতে . তুমি বাইবেল পড় নি ? আমি : বাইবেল পরেছি আমি কিছুটা, কিন্তু বাইবেল যে সত্য তার কি প্রমান ? বাইবেল য়ে তো অসংখ ভুল য়ে ভরা, এবং বাইবেল রচনা হয়েছে যিশু ক্রিষ্টের মৃত্যুর বহু বছর পর , তাই নয় কি ? মেয়ে : তুমি বুধবার "মাস" য়ে আস , ফাদার তোমার প্রশ্নের উত্তর দিতে পারবে ঠিক থাক মত , আমি সুধু জানি যিশু আমাদের ত্রান করি, এবং আমি তার বাণী প্রচার করছি . তুমাকে কি সুন্দর mexican একটা ছেলে মনে করলাম আর তুমি দেখছি ক্রিস্ট বিরোধী কথা বাত্রা বলছ . ! আমি: সরি। আচ্ছা তোমার মেজর কি ? মেয়ে : বায়োলজি . আমি : পৃথিবীর বয়স কত ? মেয়ে : ৬০০০ বছর এর কিছু কম বেশি . আমি : আমি তো জানতাম পৃথিবির বয়স ৪ বিলিয়ন এর উপর ! আমি: তুমি যেহেতু বায়োলজি মেজর, ইভোল্যুশন সম্পর্কে কি বলে বায়োলজি ? মেয়ে : তুমি জান না ? বিজ্ঞানীদের ভিতর মতপার্থক্য আছে ইভলুশন নিয়ে . কিছু বিজ্ঞানী ইভোল্যুশন অস্বিকার করে ! এমনকি হার্ভার্ড এর কিছু প্রফেসর ও . আমি : তোমার কি বিসসাস ? মেয়ে : আমি বিসসাস করি না ! আমি মানি গড, আদম আর ইভ কে তৈরী করে পৃথিবীতে সেন্ড করেছে . আমি : ন্যাশনাল একাডেমী অফ সাইন্স কি জান ? মেয়ে : জানবনা কেন ? পৃথিবীর সর্বোচ্চ সাইন্স ফোরাম এর একটা . ২০১৩ তে ১৫০ বছর উত্সব হবে ! আমি : আমি বিজ্ঞান এর একটা বিষয় কি , ন্যাশনাল আকাদেমি অফ সাইন্স থেকে জানব? নাকি "আইরন এইজ এর কিছু শ্রমিক কি লিখে গেছে তা "বিশ্বাস " করব ? মেয়ে : তুমি কাকে "আইরন এইজ " এর বলছ ? যান যিশুর সাথে গড এর সরাসরি কথা হত? গড তাকে সব "জ্ঞান" দিয়েছেন . আমি: বাইবেল তো যিশু লিখে যান নি ! তার মৃত্যুর পর লেখা হয়েছে ! তাই দেখনা পৃথিবী সমতল !, সূর্য ঘুরছে ! পৃথিবী স্থির !টাইপ এর হাস্যকর কথা বাত্রা ভরা ? যা প্রমান করে ওল্ড অবসলুত ধ্যান ধারণা ? মেয়ে : ওগুলো "রূপক" অর্থে আছে . আমি: আচ্ছা মানলাম , তাহলে বাইবেল য়ে এত contradiction কেন ? এক চাপ্টার যে এক কথা তো আরেক চাপ্টার যে অপসিত কথা ? মেয়ে : আসলে বাইবেল একজন লিখে নি তো, অনেক মানুষ মিলে লিখেছে ..... আমি : তাই তো বলছি বাইবেল যে আমার কোন বিশ্বাস নাই . রুপকথার বই হিসাবে পরা যেতে পারে . মেয়ে : আচ্ছা শুনো , তুমি বুধবার চার্চ য়ে আস বিকালে , ফ্রি মিল পাবে একটা , আমরা তখন বাইবেল নিয়ে আলোচনা করব। আমি: ফ্রি মিল হলে আমি সবজায়গায় যেতে রাজি, কোন টা তোমার চার্চ ? ক্যাম্পাস মিনিস্ট্রি ? মেয়ে : না , লুথেরান , তুমি আসবে কিন্তু অবস্য . আমি : ঠিক আছে, কিন্তু ফাদার এর সাথে হাতাহাতি হলে কিন্তু তুমি দায়ী ! মেয়ে : তুমি বেশ ফানি , আচ্ছা বাই ! পাঠক , মেয়েটি একজন একনিষ্ট ক্রিষ্টান হিসাবে, বাইবেল এর বাণী প্রচার করা কে পুন্যের কাজ মনে করে। এবং বাংলাদেশ যে তবলিগ এর মত এরা, জনে জনে ক্রিষ্টের বাণী প্রচার করে . তারা বেশ হেল্পফুল , তারা সব বেপারে হেল্প করে স্টুডেন্ট দের, একটাই আবদার, তাদের বাইবেল পাঠ গ্রুপ য়ে যেন নিয়মিত বসি . বাসায় এসে চিন্তা করলাম, মেয়েটার জায়গায় তবলিগ এর একটা ভাই থাকলে, কথোপকথন কি খুব বেশি ডিফারেন্ট কিছু হত ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।