দীর্ঘদিন পর বেসরকারি শিক্ষকদের টাইম স্কেল জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে
রবি, ১ জানুয়ারী ২০১২, ১৮ পৌষ ১৪১৮
দীর্ঘদিন বন্ধ রাখার পর এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের টাইম স্কেল এবং উচ্চতর স্কেল দেয়া হচ্ছে। একইসঙ্গে ইনডেক্সধারী শিক্ষকদের বেতনও দেয়া হবে। চলতি জানুয়ারি মাস থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে জানুয়ারি মাসের পূর্বেকার কোনো বকেয়া দেয়া হবে না। গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ সম্পর্কিত প্রস্তাব অনুমোদন করেছে।
প্রসঙ্গত, গত জানুয়ারি মাস থেকে প্রায় এক বছর ধরে স্কুল-কলেজ ও মাদ্রাসার ১০ হাজার শিক্ষকের টাইম স্কেল এবং উচ্চতর স্কেলে বেতন-ভাতা দেয়া বন্ধ রয়েছে। আর গত জুন মাস থেকে কমবেশি ১২ হাজার ইনডেক্সধারী শিক্ষকরা প্রতিষ্ঠান বদল করায় তাদের বেতন-ভাতা দেয়া হয় না। এ অবস্থা চলেছে ছয়মাস। এখন তাদের স্কেল বা বেতন-ভাতা দেয়া হলেও শুধু চলতি জানুয়ারি মাস থেকে তা গণনা করা হবে। জানুয়ারি মাসের আগের মাসগুলোতে তারা কর্মরত থাকলেও তা গণ্য করা হবে না, অর্থাত্ কোনো বকেয়া বিল তারা পাচ্ছেন না।
যদিও ইতিপূর্বে সবসময়ই বকেয়া বেতন-ভাতা যোগ করে দেয়া হতো। কিন্তু টাকার অভাবে এবার তা করা হচ্ছে না বলে জানা গেছে। টাইম স্কেল ও উচ্চতর স্কেলের ক্ষেত্রেও বকেয়া যোগ করা হবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।