আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে দীর্ঘদিন থাকার পরও সিট না পেয়ে মনের আক্রোশ



হল কি তোর বাপের? উঠবি হলে ? করেক দেখা বড় ভাইয়ের সাথে, এখন তো খুব ব্যস্ত উনি আসিস বারেক রাতে। স্লালামুআলাইকুম ভাইয়া আমি অমুক বিভাগে পড়ি, হলে উঠবে সিটের যদি..... হুম! এতো তড়িঘড়ি। গেস্টরুমে আয় প্রগ্রাম করেক করিস দেখা পরে, এই শুন মিস দিবিনা মিছিল মিটিং ঠরে। প্রোগ্রাম করি মিছিল করি যা যা বরেন দাদা, সব করেছি হয়নি তেমন সিটের জন্য কাঁদা। ভাইতো আমায় ভুলেই গেছেন গেলাম যখন কাল, বলেন ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ক'দিন উঠছো হলে? দেখুন বুঝে হাল।‌ ‌‌‌‌‌‌‌‌‌পা চুয়ে রোজ দেইনি সালাম দেইনিকো পাম্প তুলে, চাটুকরি নয়কো স্বভাব তাই গিয়েছেন ভুলে। মুখের দিকে চোখ তুলে তো কেহ বলেন না কথা, লাজুক মুখের সরল হাসি পায়নিকো দাম যথা। বছর দুয়েক কেটে গেল হয়নি উঠা সিটে, বারান্দা আর গণরুমে মেজাজটা খিটমিটে। ভাল্লাগেনা ভাবতে এসব বিষয় মনঃতপের, আমরা কি সব পথের ছেলে হল কি তোর বাপের?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.