আমাদের কথা খুঁজে নিন

   

দীর্ঘদিন লোকসানের পর এনটিসির দুটি চা বাগান লাভের মুখ দেখেছে (চা শিল্পাঞ্ঝল-১২)

সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...

আধা সরকারি ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) দুটি চা বাগান বহুবছর ক্রমাগত লোকসানের বোঝা বয়ে চলার পর অবশেষে লাভের মুখ দেখলো। কোম্পানীর ২৯ বছরের জীবনে ‘বিজয়া’ চা বাগানের ক্রান্তিôকাল ছিল ১৯৮৪ থেকে। ঐ সাল থেকে ২০০৪ পর্যন্তô ক্রমাগত লোকসান দিয়েছে। অপরদিকে এ কোম্পানির মালিকানাধীন দেশের প্রাচীনতম চা বাগান ‘লাক্কাতুরা’ ১৯৮৯ থেকে একনাগাড়ে ১৫ বছর লোকসান দিয়েছে। বাগান দু’টির এই অবস্থার আপাতত অবসান হয়েছে বলে মনে হচ্ছে।

কারণ ২০০৫ ও ২০০৬ দু’বছরই বাগান দু’টি মুনাফা অর্জন করতে পেরেছে। সরকারি মালিকাধীন ৫৩ দশমিক ৭৭ শতাংশ এবং বেসরকারি মালিকানাধীন ৪৬ দশমিক ২৩ শতাংশ শেয়ার নিয়ে ১৯৭৮ সালে এনটিসির যাত্রা শুরম্ন। বৃহত্তর সিলেটের বিভিন্ন এলাকায় অবস্থিত কোম্পানীর ছোট-বড় ১২টি চা বাগানের মোট জমির পরিমাণ প্রায় ১১ হাজার হেক্টর এবং এর মধ্যে চা আবাদি জমি সাড়ে ৫ হাজার হেক্টর। প্রথম শ্রেণীর ৯টি চা বাগান নিয়ে এনটিসি যাত্রা শুরম্ন করলেও বিভিন্ন কারণে কোম্পানির ব্যবসায়িক পথপরিক্রমা সুখকর ছিল না। অধিকাংশ শেয়ারের মালিক সরকারি পর্যায়ে থাকার কারণে সার্বিক ব্যবস্থাপনায় আমলাতান্ত্রিক জটিলতা প্রকট।

পরিচালনা পরিষদের সদস্যদের চায়ের চাষাবাদ বিষয়ে কম জ্ঞান ও অনভিজ্ঞতার কারণে কোম্পানীর নীতিমালা প্রণয়নে ত্রম্নটি-বিচ্যুতি ঘটে প্রায়শ। মাঠ ও কারখানা উভয়ড়্গেত্রে প্রয়োজনীয় বিনিয়োগ সংকীর্ণতা ও দীর্ঘসূত্রতা চা বাগানগুলোকে এক প্রকার বন্ধ্যাত্বে ঠেলে দিয়েছে বলে কোম্পানির শেয়ারহোল্ডারদের অভিমত। প্রতিযোগী অন্যান্য বিদেশী চা কোম্পানি গ্যাস চালিত ব্যবস্থায় কম ব্যয়ে চা উৎপাদন করছে; কিন্তু এনটিসির এরূপ কোন ব্যবস্থা না থাকায় প্রতি কেজিতে তাদের উৎপাদন ব্যয় ৪/৫ টাকা বেশি। এই স্থবিরতা থেকে উত্তরণের জন্য এনটিসি ১০ সালা একটি উন্নয়ন পরিকল্পনা শুরম্ন করেছে ২০০৬ থেকে। এ পরিকল্পনায় নতুন চারা রোপ চা চাষ অনুপযোগী জমিতে রাবার চাষ, কারখানা আধুনিকায়ন, শ্রমিক কল্যাণ প্রভৃতি খাতে ১৩৩ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এ কর্মপরিকল্পনা বাস্তôবায়নে উন্নয়ন ঋণ, বাগানের পুরনো বনজসম্পদ বিক্রি এবং কোম্পানির নিজস্ব উৎস্ব থেকে অর্থ সংগ্রহের কথা বলা হয়েছে। প্রকৃতির বৈরিতা, কোম্পানীর পরিচালনা পরিষদের দুর্বল ব্যবস্থাপনা, সংকুচিত বিনিয়োগ নীতি প্রভৃতি প্রতিকূলতা বিরাজমান থাকার পরও এনটিসির লোকসান কাটিয়ে উঠার লড়্গণকে আশাব্যঞ্জক বলে সংশিস্নষ্টরা মনে করছেন। চলবে....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.