আমাদের কথা খুঁজে নিন

   

দীর্ঘদিন মন্ত্রী থাকতে চাই না: রওশন

রোববার মন্ত্রণালয়ে এসে দায়িত্ব বুঝে নেয়ার পর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এ কথা বলেন।
তিনি বলেন, “মন্ত্রণালয়ের দায়িত্বে কতোদিন থাকব জানি না। দীর্ঘদিন থাকতে চাই না, নির্বাচন করা পযন্ত যতোটুকু সময় দরকার ততটুকুই থাকব। ”
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এই নতুন দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা চান।  
তিনি বলেন, “অফিসের কাজ আগে কখনো করিনি, আমার হাজবেন্ড যখন প্রেসিডেন্ট ছিলেন তখন কিছু সেবামূলক কাজ করেছি।

সংসদ সদস্যর কাজ করেছি, তবে তা ভিন্ন ছিল।
“আপনারা যদি সর্বাত্মকভাবে সাহায্য সহযোগিতা না করেন, তাহলে আমি কাজ করবো কীভাবে?”
রংপুর-৩ আসনের এই সাংসদ বলেন, নির্বাচনের আগে এলাকায় যাওয়া-আসা করতে হবে। তারই ফাঁকে ফাঁকে যতোটা সম্ভব তারা মন্ত্রণালয়ের কাজ করবেন।
“দেশের ক্রান্তিলগ্নে অনেক কিছুই করতে হচ্ছে। দেশে যে অবস্থা বিরাজ করছে তা চিন্তা করেই আমাদের কাজ করতে হবে।


স্বাস্থ্য সচিব এম এম নিয়াজ উদ্দিনসহ মন্ত্রণালয়ের ঊর্ধাতন কর্মকর্তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.