যে মুখ নিয়ত পালায়......। । সালতামামি হচ্ছে। গত বছরে মানে ২০১১ তে কি কি হল এসব নিয়ে। রাজনীতি, বিশ্বরাজনীতি, খেলা সবকিছু নিয়েই হচ্ছে।
একেক পত্রিকা একেক ভাবে করছে। ব্লগের ক্ষেত্রেও ফিফার পোস্ট(উইথ থ্রি হান্ড্রেড লিংক) এসে গেছে। এতসব দেখে দেখে ইচ্ছে হল সাল ভবিষ্যত তামামি লিখে ফেলতে। হয়ে যাক এরকম একটা কিছু,
১। ২০১২ সালে ২০১১ এবং অন্যসব বছরের মতই বিতর্ক লেগে থাকবে ব্লগ জুড়ে।
( ধ্রুব সত্য টাইপ)
২। সামুর রেজিস্টার্ড ব্লগারের সংখ্যাটা এবং ব্লগারদের নিকের সংখ্যা পাল্লা দিয়ে বাড়তে থাকবে। (এটাও)
৩। মিডিয়ায় ব্লগের অবস্থান আরো সুদৃঢ় হবে। ব্লগ নিয়ে প্রায়ই দেখা যাবে নিউজ রিপোর্ট।
মানুষের কাছে ব্লগ পৌছে যেতে পারে। মানুষ ব্লগ সম্পর্কে একটা ভাল ধারনা পোষন করবে। (তখন একটু(অতি সামান্য)ভাব কইতে পারবেন আই এম এ ব্লগার )।
৪। ব্লগ নীতিমালা প্রনয়নের জন্য উদ্যোগ নিবে সরকার।
ব্লগারদের বিরোধীতার মুখে সব ভেস্তে যাবে।
৫। মানবিক প্রতারণা টাইপের বিষয়গুলো আরো ঘটার সমূহ সম্ভাবনা।
৬। ব্লগের ছাগু দৌরাত্ম্য বাড়বে।
ছাগু আর এন্টি ছাগু(ছাগু ফাইটার) ফাইট হবে চরম আকারে। যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুতে গরম থাকবে ব্লগ মাঠ।
৭। অরুন চৌধুরী টাইপের একটা ইস্যুতে জমে উঠবে ব্লগ পাড়া। এই সময়ে ব্লগে হিটের সংখ্যা থাকবে সর্বাধিক।
৮। আর পাঁচ ছয়টা ব্লগের আবির্ভাব হবে। তখন ব্লগ দিবস করবে এক সাথে ২০/২৫ টা ব্লগ। ব্লগ গুলোর মধ্যে নীতি আদর্শগত বা ব্যাক্তিগত বিরোধের প্রকাশ ঘটবে ভালভাবেই। যা সামান্য দৃষ্টিকটু হলেও দেখে যেতে হবে।
৯। বিভিন্ন ইস্যুতে মডুরা বিতর্কিত থাকবেন। এটা নিশ্চিত। ভাল খারাপ যাই করুক এদের নিয়ে বিতর্ক যাবে না।
১০।
ব্লগ থেকে ভাল কয়েকটি আন্দোলন/প্রতিবাদ কর্মসূচি পরিচালিত হবে। ব্লগারদের মাধ্যমে এবং অংশগ্রহনে পরিচালিত এই সব আন্দোলনের মাধ্যমে প্রকাশ হবে ব্লগীয় শক্তির।
১১। আস্তিক নাস্তিক সহ অন্যসব ক্যাচাল জাতীয় জিনিশ থাকবে আগের মতই। কোন পরিবর্তন নেই।
নাস্তিকেরা বৈজ্ঞানিক যুক্তিতর্কের মাধ্যমে প্রমাণ করে দিবেন ঈশ্বর নেই, প্রতিবাদী আস্তিকেরা প্রমাণ করবেন ঈশ্বর আছেন। আবহমান কাল ধরে চলে আসা এই ব্লগীয় ঐতিহ্য থাকবে অটুট।
১২। ব্লগে ফান পোস্টের সংখ্যা বাড়বে। গুরুগম্ভীর পোস্টের সংখ্যা তুলনামূলক ভাবে কমবে।
বছরের শেষ দিকে ফিফা ২০১২ সালে ব্লগে কি কি ঘটল তা নিয়ে (৩০০ বা তার উপরে লিংক সমৃদ্ধ) পোস্ট দিবেন।
এই হতে পারে ২০১২ সালের ব্লগের ভবিষ্যত।
বি দ্রঃ ব্লগার এবং মডু মিলেই ব্লগের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে।
এখানে রাশিচক্রে আমি ‘ব্লগমারলজি’ বা ‘ব্লগ-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।