আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামীলিগ এর সফল অর্জন সমূহ

= বিডিআর বিদ্রোহ এবং তার বিচার (কি বিচার হয়েছে তা অন্য সরকার এলে সব প্রকাশ পাবে এবং কত টাকা ঘুষ লেনদেন হয়েছে তা জানা যাবে। = ভারতকে করিডোর প্রদান করা। = টিপাইমুখ বাঁধ নির্মাণে এর বিরোধিতার পরিবর্তে ভারতেরপক্ষে সাফাই গাওয়া। = ভারতকে বাংলাদেশের জমি দেয়া। =লিমন হত্যাকান্ড এবং তার উপর নির্যাতন এবং মামলা দেয়া।

= ঢাবি ছাত্র আব্দুল কাদের এর উপর বর্বর নির্যাতন। = পঞ্চম সংশোধনী বাতিল। = তত্ত্বাবধায়ক সরকার ব্যাবস্থা বাতিল। = আমার দেশ পত্রিকার সম্পাদককে গ্রেফতার এবং অমানবিক নির্যাতন। = ডক্টর ইউনুস এর মত সম্মানিত ব্যাক্তিকে অবমুল্যায়ন।

= বিরোধী দলীয় চিফ হুইপকে জয়নাল আবেদিন ফারুককে প্রকাশ্যে রাজপথে অর্ধউলঙ্গকরে লাঠিপেটা এবং পুলিশের গাড়ি থেকে লাথি মেরে ফেলে পুলিশ বাহিনী গেীরব অর্জন করা। = নরসিংদির মেয়রকে হত্যা করা তাও আবার মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ভাইয়ের নেতৃত্বে। = নোয়াখালির এক প্রভাব শালি ফাসির আসামিকে দলীয় বিবেচনায় রাষ্ট্রপতির ক্ষমা ঘোষনা করা। = পদ্মা সেতুর দুর্নিতির মাধ্যমে আবুল হোসেনের নাটক এবং সারাদেশে যোগাযোগে নৈরাজ্য। = পরিবহন ভাড়া ও সিটিং সার্ভিস এর নামে নৈরাজ্য ।

= শেয়ার মার্কেটে কয়েক হাজার কোটি টাকা লুট করে সাধারন বিনিয়োগকারীদের কে পথের ফকির বানানে। = ছাত্রলীগ নামে যে দল আছে তাদের অত্যাচারে বহু নিরীহ ভালো ছাত্রদের উপর অত্যাচার এবং নির্যাতন আর দলীয়করন, টেন্ডারবাজি, চাদাবাজি, প্রভাব খাটানো ইত্যাদি। = চাকরিতে দলীয়করন এবং ঘুষ বানিজ্য। = সারাদেশে গুপ্তহত্যা, অপহরন করে চাদাবাজি। = হরতালে পুলিশ বাহিনী দিয়ে মিছিলে রক্তের স্তুপ জমানো।

= নেী পরিবহন মন্ত্রীর লোকেরা ইলিয়াস কান্ঞনের দিকে লক্ষ্য করে জুতা মিছিল করানো। = বানিজ্য মন্ত্রীর কম খাওয়ার পরামর্শ । = যুদ্ধাপরাধীদের বিচারের নামে মুলা ঝুলানো কথা বার্তা। সম্মানিত ব্লগার গন আজ এই পর্যন্তই। কিছু বাকি থাকলে কমেন্টস করবেন।

আওয়ামীলিগের সফল অর্জন গুলো নিয়ে একটু লিখলাম। তাই বলে আমাকে আবার বিএনপির লোক ভাববেন না। কারন বিএনপি কে ও আমার পছন্দ না। যে অন্যায় করবে এবার সে যেই হোক তার বিরুদ্ধেই লিখি। এই দেশে ফখরুদ্দিনের মত ডান্ডাবাড়ির লোক দরকার তা না হলে এইদেশ কেউ চালাতে পারবেনা।

মারা মারি হানা হানি বাড়ছে এবং বেড়েই চলছে এবং আর ও বাড়বে। ভবিষ্যতে যদি বেচে থাকি তাহলে আর ও কত কিছু দেখব সেই আশায় এখানেই বিদায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.