আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামীলিগ ও বিএনপির সমর্থকদের নিকট দুটি জবাব চাই।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

টেলিভিষন দেখা হয় খুব কম। কারণ বাসায় টেলিভিষন নেই। তাই কোথাও টেলিভিষন পেলে বাংলা চ্যানেলে বাংলাদেশের বিজ্ঞাপন দেখতে বেশ ভাল লাগে। অনেক পরিবর্তন এসেছে।

ভাল ভাল বিজ্ঞাপন তৈরি হচ্ছে। তাই অনেকদিন পর সেই বিজ্ঞাপন দেখতে খারাপ লাগে না। কিন্তু বাংলাদেশের রাজনিতির ত কোন পরিবর্তন হলো না। সপ্তাহ খানেক আগে সাহারা খাতুনের এক বক্তব্যে বলতে শুনলাম, তিনি ছাত্রলীগের সদস্যদের উদ্দেশ্য করে বলছেন, বাংলার প্রত্যেক ঘড় থেকে রাজাকার ধরে ধরে বের করে এনে তাদের সাস্তি দেয়ার গুরু ভার তোমাদের উপর এসে পরেছে। (তাহলে কি তিনি তার দলের পোলাপানদের আইন নিজের হাতে তুলে নিতে বলছেন??) -- সেদিন খালেদার বাড়ি ছেড়েদেয়া নিয়ে দেলোয়ারের বক্তব্য শুনে টাসকি খেয়ে গেলাম।

''আমরা কোর্টের রায়ের দিকে তাকিয়ে আছি, যদি রায় আমাদের বিপক্ষে যায় তাহলে আমরা রাজপথে নামব, কিভাবে অধিকার আদায় করতে হয় তা আমাদের জানা আছে'। (তাহলে কি তারা কোর্টের বিচার মানেন, কিন্তু তালগাছও দাবি করেন??) রাজনিতির আসলে কোন নিতিই নেই তাই রাজনিতি নিয়ে মাথা ঘামাইনা, রাজনৈতিক কোন নিউজ পড়িনা। তবে আমি রাজনিতি করতে চাই, সেটা হলো বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবকাঠামো, কিংবা সকল রাজনিতিবীদ নিধন করার কোন দল থাকলে সেই দলের হয়ে কাজ করতে চাই। ক্ষমতা কিংবা টাকার লোভে নয়, বিবেককে শান্তনা দেবার তারনায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.