আমাদের কথা খুঁজে নিন

   

রেটিনা কোচিং সেন্টার থেকে ২১ শিবির ক্যাডার গ্রেফতার

থার্টিফার্স্ট নাইটে নাশকতার আশঙ্কা ॥ কঠোর নিরাপত্তা ইংরেজী নববর্ষ ২০১২ উদযাপন অনুষ্ঠানে রাজধানীতে বড় ধরনের নাশকতা চালানোর লক্ষে গোপন বৈঠককালে ছাত্র শিবিরের ২১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। থার্টিফার্স্ট নাইটে ঢাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাবের পাশাপাশি ১২টি ভ্রাম্যমাণ আদালত মাঠে নামছে। ঢাকায় নিষিদ্ধ করা হয়েছে পটকা, আতশবাজি, অবৈধ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ সব ধরনের নিষিদ্ধ দ্রব্যাদি বহন ও ব্যবহার। অনাকাঙ্ৰিত ঘটনা এড়াতে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে রাজধানীর সব ধরনের মদের দোকান ও বার। থার্টিফার্স্ট নাইটে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, ২০১২ সালের শুরু থেকেই ঢাকাসহ সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য বড় ধরনের নাশকতা চালানোর পাঁয়তারা করছে জামায়াত-শিবির। তবে জামায়াত-শিবিরের মূল টার্গেট রাজধানী। যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রসত্ম করার লৰ্যেই গত ১৮ ডিসেম্বর সারাদেশে হামলা করে জামায়াত-শিবির। ঢাকায় চালানো সিরিজ বোমা হামলায় আরিফুজ্জামান আরিফ নামে এক যুবক নিহত হয়। সিলেটে বাসে আগুন দিয়ে এক যুবককে জীবনত্ম পুড়িয়ে হত্যা করা হয়।

এছাড়া গত ১৯ সেপ্টেম্বর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইবু্যনাল বাতিল এবং গ্রেফতারকৃত শীর্ষ জামায়াত নেতাদের মুক্তির দাবিতে জামায়াত-শিবির রাজধানীর কাকরাইল মোড়, পুরানা পল্টন মোড়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, মগবাজার, মালিবাগ, শান্তিনগর, সেগুনবাগিচাসহ আশপাশের এলাকায় পথচারী, সাংবাদিক, পুলিশ, ফায়ার সার্ভিসের ওপর চোরাগুপ্তা হামলা চালায়। হামলায় ৩৮ জন পুলিশসহ অন্তত ২শ' জন আহত হয়। অন্তত শতাধিক যানবাহন ভাংচুর করে। শুক্রবার গোপন বৈঠককালে রাজধানীর ফার্মগেট জামায়াত-শিবির পরিচালিত রেটিনা কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ২১ শিবির নেতাকর্মীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া এ্যান্ড কমিউনিটি সার্ভিসের অতিরিক্ত উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।

ওই কোচিং সেন্টারে একত্রিত হয়ে গ্রেফতারকৃতরা নাশকতামূলক কর্মকা-ের পরিকল্পনা করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী। আটককৃতদের পরিচয় আরও যাচাই বাছাই করা হচ্ছে। প্রসঙ্গত, জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন ইসলামী ছাত্রশিবির মেধাবী ছাত্রদের দলে টানতে রেটিনা, ফোকাসসহ বিভিন্ন কোচিং সেন্টার খোলে। এসব কোচিং সেন্টারের মাধ্যমে মেধাবী ছাত্রদের ছাত্রশিবিরে ভেড়ানোর চেষ্টা করা হয়।

এসব প্রতিষ্ঠান দলে কর্মী টানা বা সংগ্রহের একটি শাখা এবং কৌশল কেন্দ্র হিসেবে পরিচিত। এসব প্রতিষ্ঠান থেকেও জামায়াত-শিবির নানা রাজনৈতিক কর্মকা- পরিচালনা করে থাকে। এছাড়া রাজধানীতে র্যাবের ৩ হাজার সদস্যসহ র্যাবের ৪টি মোবাইল টিম মাঠে থাকছে বলে বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় র্যাব সদর দফতরে এক সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক মোখলেছুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন। Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।