আমি একজন ছাত্র।
নাশকতার পরিকল্পনা করার অভিযোগে রাজধানীর ফার্মগেট এলাকার একটি কোচিং সেন্টার থেকে ২১ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের সন্দেহ, এরা সবাই ইসলামী ছাত্র শিবিরের কর্মী।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার অতিরিক্ত উপ কমিশনার মাসুদুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে রেটিনা কোচিং সেন্টার থেকে তাদের আটক করা হয়।
“গোপন সূত্রে খবর পাওয়া যায়, ওই কোচিং সেন্টারে একত্রিত হয়ে তারা নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা চালাচ্ছে।
তাই সেখানে অভিযান চালানো হয়। ”
উপ কমিশনার মাসুদুর বলেন, আটক যুবকেরা শিবির কর্মী বলে ধারণা করা হচ্ছে। তাদের পরিচয় যাচাই করে দেখা হচ্ছে।
রেটিনার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৭৮ সাল থেকে প্রতিষ্ঠানটি মেডিকেল কলেজের ভর্তি কোচিং চালিয়ে আসছে। সারা দেশে এ কোচিং সেন্টারের ১৩টি শাখা রয়েছে।
তবে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবির মেধাবী ছাত্রদের দলে টানতে রেটিনাসহ বিভিন্ন কোচিং সেন্টারের মাধ্যমে তৎপরতা চালিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। পরে খবর নিয়ে জানা যায় এরা সবাই BCS কোচিং "ক্যারিয়ার এইড'' এর ছাত্র। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।