আমার গ্রামের প্রতিবেশী এক কাকা'র (আমার ছোট বেলার গৃহ শিক্ষক) বহু আগ থেকেই এক চোখ নষ্ট হয়ে গেছে। সম্প্রতি অন্য চোখটিও প্রায় নষ্ট হবার পথে। তাঁর বয়স প্রায় ৬০। ডাক্তারি মতে, আঘাত জনিত কারণে তাঁর দ্বিতীয় চোখের রেটিনার পর্দা ছিঁড়ে গেছে। বর্তমানে এই চোখে তিনি কিছুই দেখেন না। তবে উজ্জ্বল আলো বুঝতে পারেন। তিনি তাঁর অল্প বিস্তর জমিজমার বিনিময়ে হলেও দ্বিতীয় চোখটির আলো ফিরে পেতে ইচ্ছুক। আমার জিজ্ঞাসা, ১. রেটিনার পর্দা রিপ্লেসমেন্ট কি সম্ভব ? দেশে বা বিদেশে কোথায় করা হয়, আনুমানিক খরচ কত ? এবং ২. রেটিনা রিপ্লেসমেন্ট কি সম্ভব ? দেশে বা বিদেশে কোথায় করা হয়, আনুমানিক খরচ কত ? আপনার পরামর্শ আমার স্যারের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দিবে। আপনার প্রতিও কৃতজ্ঞ থাকবো। বিনীত, আখলাক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।