আমাদের কথা খুঁজে নিন

   

উত্তরের বাতাস দক্ষিনের পাখি

এই শোন, বলো, প্রজাপতি ধরতে যাবে? এই ঠান্ডায়! হুম, দূর এখন পাবে না, সব ঘুমিয়ে আছে। না না তুমি জানো না ঘুমিয়ে নাই উড়ে বেড়াচ্ছে, কোথায়? গ্রীষ্মের দেশে। তবে চলো সেখানে যাই বাতাসে ভেসে ভেসে। উহু ওভাবে নয়, আমি যাবো মাটির ঘ্রান শুকে শুকে। এখন মাটি নেই বরফ ঢেকে আছে, ঘ্রাণ কোথায় পাবে? পেয়ে যাবো তুমি জানো না ছুটতে ছুটতে চলে যাবো উড়ন্ত প্রজাপতির পিছে- সবুজ বাতাস জড়িয়ে- দূরন্ত ক্লান্তিতে গড়াগড়ি খাব ঘাসের জমিনে আর দেখব মুক্ত প্রজাপতির উড়োউড়ি দুচোখ জুড়িয়ে।

এই থামো, আমাকে কিছু বলতে দাও। না এখন কিছু বলনা ঐযে চাঁদের গায়ে গ্রহণ লেগেছে, কালো বুক চারপাশে ছড়ানো কমলা রঙ আলো.. দেখেছো কি দারুন। আমি ঐ আলো গায়ে মাখব, হয়ে উঠব রঙিন জোছনার আলোর মতন স্বপ্নবোনা। আমাকে রাত ডাকছে, আমাকে চাঁদ ডাকছে আমি এখন ঐ নিরবতায় হারাবো। তুমি না একটা পাগল।

তোমাকে চিনতে দাও, আমি তোমাকে জানতে চাই । এখনো চিননি আমাকে? এই আমি, এই তো আমি। ভিতর আর বাহির জুড়ে ঘিরে থাকে নীলাকাশ, উত্তরের বাতাস, দক্ষিণের পাখি, সমুদ্র উচাটন মন, ছুঁতে চায় হৃদয়... আমাকে কাছে আসতে দাও। কেমনে আসবে বলো তোমার আর আমার মাঝখানে যে চাঁদের গ্রহণ!। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।