............................................ প্রতিবছর ডিসেম্বর মাসটা অন্যান্য মাসের চেয়ে অনেক ভালো কাটার কথা থাকলেও কেন জানি খুব খারাপ কাটে। এবার গেল চরম খারাপ। মনটা খুব খারাপ কয়েকদিন ধরে। যতোই মনে করি পাত্তা দিবো না মন খারাপের কোনো কিছু, ততোই দেখি মনটা গুম হয়ে থাকে। প্রতিবছর ৩০,৩১ ডিসেম্বর সবার কাছে মাফ চাই।
আজকে কয়েকজনের কাছে মাফ চাইলাম।
আমার একটা ফ্রেন্ড আমাকে ২০১২ সাল থেকে বেহায়া হতে বলেছে। অথচ আমার সবসময়ই নিজেকে চরম বেহায়া মনেহয়। নিজের অজান্তেই আমি বেহায়া হয়ে যাই। পরে যখন সেটা নিয়ে ভাবি তখন ইশ ইশ করতে করতে স্মৃতি হারিয়ে ফেলতে ইচ্ছে করে।
আমার বেহায়াপোনার ব্যাপারটা আমিই বুঝতে পারি
আমার একটা ফ্রেন্ড দাবী করে আমার মাথা খারাপ। সে আমাকে নাকি অনেক খেয়াল করেছে এবং শেষে আমার মাথা পুরাই খারাপ এই সিদ্ধান্তে আসতে পেরেছে। গত মাস ধরে সে আমাকে এটা বলেই যাচ্ছে। তার এই বক্তব্যের সাথে কয়েকজন আমার অনুপস্থিতিতে নাকি গলা মিলিয়ে বলেছে, হ্যাঁ হ্যাঁ আমরাও খেয়াল করেছি চানার মাথা খারাপ!
আমি তো বুঝিনা আমি মাথা খারাপের কি করি! কি বলি! আজকে আমি জিজ্ঞেস করলাম ওকে এ ব্যাপারে। যা বললো তাতে দেখা গেল আমার সাধারন দুষ্টামিকেও তারা আজকাল সিরিয়াসলি নিয়ে ফেলছে!
যা-ই হোক, আমাকে সবাই মাফ করে দিবেন।
আর দোয়া করবেন আমি যেন একদম চুপ হয়ে যেতে পারি যেমনটা আগে ছিলাম ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।