আমাদের কথা খুঁজে নিন

   

তারেক মাসুদের শেষ সিনেমা “রানওয়ে” দেখে এলাম।।

আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই. আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুজে পাই। অসাধারন তারেক মাসুদকে আরও একবার তার শেষ কাজ “রানওয়ে” এর মাধ্যমে অনুভব করে এলাম। এমন একটি নক্ষত্র আমাদের মাঝ থেকে চলে গেলেন, যিনি বাংলাদেশ কে বদলে ফেলার আমাদের গতানুগতিক এবং নষ্ট চিন্তাভাবনা গুলো পরির্বতনের সাথে সাথে আমাদের কৃষ্টি -কালচার কে এমন শিল্পীয় মহিমায় সিনেমার পর্দায় তুলে এনেছেন। যা আমাদের জাতিকে আমাদের বৈচিত্রময় জীবন ব্যবস্থাকে পরিচয় করিয়ে দেয়। একজন মানুষের মন্তব্য - ভাই বাংলাদেশের এত মানুষ মরে তাদের কোন খোজ কেও রাখে না।

অথচ,তারেক মাসুদ এবং মিশুক মনির এর মৃত্যুর পর এত রিপোর্টিং , এত কিছু। আমি তাকে ‍তার কথার জবাব দিলাম। ভাই তাদের কে মানুষ মনে করে তাদের সৃষ্টিকর্ম তাদের মননশীল চিন্তার বিস্ফোরন দিয়ে। আপনি যেমন নজরুল, রবীন্দ্রকে খুজে পান তাদের সৃষ্টিকর্মে। তারেক মাসুদ এবং মিশুক মুনির বেচে থাকবেন মানুষের মনে , তাদের কাজের পরিচয়ে।

আমার অনুরোধ বাংলাদেশের মানুষের মনে দেশত্ববোধ তৈরি হোক, তারেক মাসুদ, মিশুক মুনির এর মত দেশকে পরির্বতনের শৈল্পিক মানুষের অভ্যুদয় ঘটুক, সমাজের সকল প্রান্তে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.