আমাদের কথা খুঁজে নিন

   

সরকার কি এই টাকা আদায় করে দিতে পারবে ? আগে ছিল এক তারেক .এখন হচ্ছে শত শত তারেক...

কি লিখি তোমায়

প্রশ্নো থেকে যায় : সরকার কি এই টাকা আদায় করে দিতে পারবে ? আগে ছিল এক তারেক .এখন হচ্ছে শত শত তারেক... কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকতের ঝাউবাগান নিধনের ঘটনায় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীসহ ১৪৭ জনের বিরুদ্ধে ৪কোটি ৮ লাখ টাকার ক্ষতিপূরণ মামলা করা হয়েছে। মামলায় ৮৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে। ------------------------------------------------------------------------------ প্রশ্নো : সরকার ক্ষতিপূরণের এই ৪ কোটি ৮ লাখ টাকা কার থেকে আদায় করবে ???? প্রশ্নো : ক্ষতিপূরণের এই ৪ কোটি ৮ লাখ টাকা মধ্যে কত টাকা ৮৭ জনের থেকে আদায় হবে???? প্রশ্নো : ক্ষতিপূরণের এই ৪ কোটি ৮ লাখ টাকা মধ্যে কত টাকা অজ্ঞাতনামা ৬০ জন থেকে আদায় হবে???? প্রশ্নো : সরকার ক্ষতিপূরণের অজ্ঞাতনামা ৬০ জন কে কোথায় পাবে???? এটা সরকারের একটা প্রহসন / eye wash মাত্র ..... যেহেতু মামলা আসামি ক্ষমতাসীন দলের নেতা-কর্মীসহ সরকার কি এই টাকা আদায় করে দিতে পারবে ????? যেখানে ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কার্য্যালয়ের লীজের টাকা সরকারকে এখনো পরিষোধ করতে পারে নাই বা পরিষোধের ই্চ্ছে নাই... দেশ তো ক্ষমতাসীন দলের ...দেশের সকল সন্পদ ভোগের অধিকার তারা রাখে .... আগে ছিল এক তারেক ....... এখন হচ্ছে শত শত তারেক.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.