বক ধার্মিক অপেক্ষা কর না তুমি,
অপেক্ষায় মরে ডোবার জলে চুনোপুঁটি
আর হার হাভাতে চাষারা।
অপেক্ষায় থাকুক ওই কৃষকেরা
দীর্ঘ অনাবৃষ্টিতে, মৃতপ্রায় ফসলের জন্য
ওদের কল্পিত ঈশ্বরের কাছে-
প্রার্থনা করুক ওরা।
এক পশলা বৃষ্টির জন্যে-
অপেক্ষায় থাকুক ওই চাষারা।
তোমার অপেক্ষা শেষ হোক
দীর্ঘ লোডশেডিংয়ের পরে,
বৈদ্যুতিক বাতির হঠাৎ আলোর ঝলকানিতে।
অথবা
বিরক্তিকর বিজ্ঞাপন বিরতির পর
প্রিয় টিভিশোর শুরুতে।
অপেক্ষা চলুক শহরের অলিতে গলিতে
ল্যাম্পপোস্টের নীচে।
অপেক্ষার প্রহর কাটুক
রুপ রস যৌবনহীনা নিশিকন্যাদের খুপরিতে।
তোমার অপেক্ষা ভাঙুক
দীর্ঘ নির্ঘুম রাতে
শিয়রের পাশে অবহেলায় পরে থাকা-
সেলফোনে আসা
প্রিয় মানুষের টেলিফোনের শব্দে।
তুমি অপেক্ষা কর না।
অপেক্ষায় বুড়ো হোক
কন্যাদ্বায়গ্রস্থ পিতারা।
তোমার অপেক্ষা শেষ হোক
সেলফোনের মেসেজ ইনবক্সে
তোমার জন্মদিনে হাজারো শুভাকাঙ্ক্ষীর
শুভেচ্ছা বয়ে নয়ে আসা
টেক্সট মেসেজে।
অপেক্ষা করুক নব্য কবিরা
প্রকাশকের দ্বারে দ্বারে ঘুরে
জুতার তলি খসাক ওরা।
স্বীকৃতির অপেক্ষায় থাকুক পৃথিবীর সব
লিখিত ও অলিখিত কবিতারা।
তুমি অপেক্ষা করনা।
তোমার ফুলেফেঁপে ওঠা ফ্রেন্ডলিস্ট,
অর্থহীন ফেসবুক স্টাটাসে পঞ্চাশোর্ধ লাইক
আর তিরিশোর্ধ কমেন্টের নোটিফিকেশন
জানান দিয়ে দিক তোমার জনপ্রিয়তা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।