দুর্বিসহ রাত কেটে যাবে, আসবে স্নিগ্ধ সকাল, সেই সকালে সবাই উঠবে জেগে, তারপর আবার রাত হবে, আমরা সেই রাতে জোছনা দেখব
আমি হাট করে দুয়ার খুলে বসে আছি তোমার জন্য
এমনটি বল্লে হয়তো কিছু ভুল কিম্বা মিথ্যে বলা হবে
তবে বসে আছি, আমি অপেক্ষায় আছি
শুধুই তোমার
কোকিল যেমন অপেক্ষা করে বসন্তের
কিম্বা চাতক বৃষ্টির
কবি যেমন প্রিয় চরন প্রসবের
অথবা, অথবা জননী যেমন মা ডাক শোনার
কিছু বাড়িয়ে বলা হলো বুঝি
তবে আমি অপেক্ষায় আছি, জেনো আশা করে আছি।
মাঝে মাঝে আমি বস্ত্রহীন শীতার্তের মত কেঁপে উঠি
মাঝে মাঝে ঘুমিয়ে পড়ি কষ্ট ভোলার জন্য,
জেগে উঠি আচম্কা
হ্যাঁ, আমি পথ চেয়ে আছি।
যার জন্য প্রচন্ড কোলাহলে আমি একা হয়ে যাই
সেতো তোমারি জন্য,
আর কিছু নয়।
ফাঁকা ফাঁকা লাগে বুকের ভেতর,
কি যেন নেই, হারিয়ে গেছে
তার লাগি প্রচন্ড হাহাকার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।