আমাদের কথা খুঁজে নিন

   

অপেক্ষা..... শুধুই অপেক্ষা

ভালো আছি

রাজশাহী রেল ষ্টেশন। প্রচন্ড ভিড়ের মদ্ধে প্রায় আধা মন ওজনের একটি সুটকেস নিয়ে ছুটছি। দুইটা বেজে চল্লিশ মিনিট । আর পাঁচ মিনিট পর ট্রেন ছেড়ে দেবে। কোন রকমে হাত -পা দিয়ে গুতা মেরে ভিড়ের মধ্যে ব্যাগ টানতে টানতে প্লাটর্ফমে পৌছলাম।

চাতক পাখির মত কয়েক মিনিট একভাবে এদিক ওদিক তাকিয়ে থেকেও যখন ট্রেন দেখতে পেলাম না তখন বুঝলাম যে ট্রেন আমাকে রেখে চলে গেছে। প্রচন্ড সমস্যায় পড়লাম মনে হচ্ছে, কি করা যায় এই কথা ভাবছি এমন সময় প্লাটর্ফমের মাইকে ষ্টেশন মাস্টারের কন্ঠ ভেসে উঠল। তিনি কি বলছেন সেটা শুনার জন্য চারপাশের আওয়াজ কে উপেক্ষা করে যা শুনতে পেলাম তাতে তো আমার আক্কেল গুড়-ম। তিনি যা বললেন তা হল এই যে, লাইনে গন্ডগোলের কারনে ট্রেন আজকে একঘন্টা দেরি করে আসবে, দয়াকরে যাত্রীরা কষ্ট করে যেন একটু অপেক্ষা করেন। মনে করলাম যাক বাবা বাঁচলাম,ট্রেন তাহলে আসেইনি ।

কথাটা শুনে আনন্দ পাবার কথা কিন' পেটে মোচর লাগায় মনে পড়ল ট্রেন ধরব বলে দুপুরে না খেয়ে বেরিয়েছি। আসলে রাজশাহী আমি বেড়াতে এসেছিলাম। আজকে বাসায় (যশোর) ফিরছি। প্রায় দুই সপ্তাহ হল এখানে এক আত্মীয়ের বাসায় রয়েছি আমি । খুব আনন্দেই কেটেছে দিনগুলো।

কিন' যতোই ভালো লাগুক নিজ বাসার মত আনন্দ কোথাও পাওয়া যায় না। তাছাড়া কাল আবার আমার জন্মদিন। এলাকার বন্ধুদের সাথে আগে থেকেই প্লাণ-পোগ্রাম করা রয়েছে তাদের নিয়ে দিনটি কাটাব। আজকে আমার বাসায় (যশোর) যেতেই হবে তা নাহলে ওরা আমাকে আস- রাখবে না। ষ্টেশন মাস্টারের কন্ঠে চিন-ার সূতাটা ছিড়ে গেল।

ট্রেন ঈশ্বরদী ক্রস করেছে। কিছুক্ষণের মধ্যেই রাজশাহী ষ্টেশনে পৌছে যাবে। যাত্রীরা যারা অলস ভাবে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল তারা আবার প্লাটর্ফমের কাছে আসা শুরু করেছে। চিৎকার চেঁচামেচিতে একেবারে যাচ্ছেতাই অবস'া। যাত্রীদের মধ্যে যাদেরকে এগিয়ে দেবার জন্য আত্মীয়-স্বজণ কিংবা বন্ধু-বান্ধব এসেছে তারা একে অপরের কাছ থেকে বিদায় নিচ্ছে।

দৃশ্যগুলি দেখে কিছু সময়ের জন্য মনটা যেন কেমন করে উঠল। একা বেড়াতে এসেছিলাম তো তাই আবার একাই বাসায় ফিরে যাচ্ছি। মনে মনে বললাম এ পৃথিবীতে সবাই আসলে একা,একা আসে আবার একাই চলে যাই । শূণ্য রেল লাইনের দিকে তাকিয়ে ভাবলাম বাহ কেমন দার্শনিকের মত হয়ে গেল কথাটা। ক্ষুধা পেটে দর্শন চর্চা করছি হঠাৎ জোরে হেসে উঠলাম।

পাশের এক ভদ্রমহিলা বিরক্তি নিয়ে এমন ভাবে তাকালেন মনে হল বোধহয় কোন ভীণ গ্রহের প্রাণী দেখছেন। দুরে হুইসেলের শব্দে বুঝলাম এতক্ষনে অপেক্ষার নিরসন হল। অবশেষে কাঙ্খিত ট্রেনটা বোধহয় আসছে। (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.