আমাদের কথা খুঁজে নিন

   

ফুটপাথ তুমি কার ???? পথচারীদের নিরাপত্তা কোথায় ????????

শ্রাবণের রাত ফুটপাথ হল পথচারী চালাচলের জন্য । ঢাকা শহরে পথচারীদের জন্য এই কথাটা মনে হয় পুরাপুরি মিথ্যা । এই শহরের ফুটপাথ গুলো শুধু নামে পথচারীদের জন্য , আর বেনামে মৌসুমি ব্যবসায়ী, হকার, ভিক্ষুক, আর ভবগুরেদের দখলে । আর বাকি যেটুকু ফাঁকা থাকে সেটুকু হয় ডাস্টবিন না হলে বিশাল কোন শপিংমলের প্রাঙ্গন অথবা পাকিং লট । প্রতিদিন দখল হয়ে যাচ্ছে নতুন নতুন ফুটপাথ ।

হয়ত কোন এক সুন্দর সকালে দেখবেন আপনার বাসার সামনের ফুটপাথ দখল হয়ে গেছে । দিন কে দিন ফুটপাথের পরিমাণ কমছে । কিছু কিছু ব্যবসাহিদের মনে হয় ফুটপাথ ছাড়া ব্যবসা হয় না । এদের মধ্য সবচেয়ে এগিয়ে আছেন ফল ব্যবসাহিরা । আমি এমন কোন ফল ব্যবসাহি পেলাম না , যিনি ফুটপাথ দখল না করে বহাল তবিয়েতে ব্যবসা করছেন ।

অধিকাংশ বিপণী বিতানের বধিতাংশ থাকে ফুটপাথে । তাদের কিছু পণ্য সব সময় শোভা পায় ফুটপাথে । ফুটপাথে আর একটা মূর্তিমান সমস্য হল ডাস্টবিন আর ময়লা-আবর্জনর উপদ্রুব । এগুলোর কারনে রাস্তায় চলাচল করা দায় । ফলে পথচারীদের এক রকম বাধ্য হয়ে প্রধান সড়ক দিয়ে চালাচল করতে হচ্ছে ।

এতে একদিকে রাস্তা যানবাহনের চলা চল যেমন বাঁধা প্ররাপ্ত হচ্ছে , তেমনি পথচারীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে । একটু অসতর্ক হলে ঘটে যেতে পারে দুর্ঘটনা । এর থেকে পরিএান উপায় কি ???? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।