আমার ব্যক্তিগত ব্লগ
মতিঝিলের ফুটপাথ আমার ভাল লাগে, বুঝতেই পারছেন, ফুটপাথের গঠনশৈলীর জন্য নয়। হকারদের জন্য।
হকারদের কারনে মানুষকে ফুটপাথ ছেড়ে রাস্তায় হাটতে হয়, আর গাড়ি পার্কিংয়ের জন্য হাটতে হয় রাস্তার মাঝখান দিয়ে। তারপরও ভাল লাগে।
কারন এতো বৈচিত্র্যময় জিনিসের পসরা বোধহয় আর কোন রাস্তায় পাওয়া যায় না। কি নেই। ইদুর মারার বিষ, ক্যালেন্ডার, বই, ডায়রী, ফল (আম, পেয়ারা, সফেদা, কলা, আপেল, কমলা, কাঠাল, আংগুর, লিচু ইত্যাদি, মৌসুমি ফল যখন আসে তো গন্ধে গোটা এলাকা মৌ মৌ করে), সোয়েটার, প্যাট পিস, সার্ট পিস, জ্যাকেট, বাচ্চাদের কাপড়, চামড়ার সামগ্রি (মানিব্যাগ, বেল্ট ইত্যাদি), জুতা-স্যান্ডেল ছেলে-মেয়ে-বাচ্চা সবার জন্য, অষুধ, মধু, মসলা, গেন্জি, মোজা, খাবারের দোকান, চাল, মাছ, তরকারী, ইমিটেশনের গয়না ইত্যাদি সব কিছু। এই এলাকায় যারা অফিস করেন বা কাজে যাওয়া আসা করেন তাদের হয়তো কষ্ট করে বাজারে কমই যেতে হয়। জিনিস পত্রের মানও ভাল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।