আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকার পায়ে চলার পথ(ফুটপাথ) ও পথচারিদের দুর্ভোগ

ঢাকার ফুটপাথ নিয়ে নতুন করে কিছুই বলার নাই। আমাদের এই ফুটপাথগুলো নামে ফুটপাথ হলেও সত্যিকার অর্থে হকারস মার্কেট। রাত পোহালেই শুরু ফুটপাথ এর উপর পন্যের পসরা সাজান ও বেচাকেনা। এর ভাল দিক হচ্ছে সুলভে অনেক কিছুই এখান থেকে পাওয়া যায়। কিন্তু সবচেয়ে বড় ও খারাপ দিক হচ্ছে এই দোকানগুলোকে কেন্দ্র করে বেকার ও নিম্নশ্রেণীর কিছু লোকের দিনভর আড্ডা ও আসেপাশের যেকোন বিসয়ের প্রতি অতি উৎসাহি আচরণ।

গত কয়েকদিন আগের কাগজেও পড়লাম এক মহিলা পথচারিকে ছেলেধরা সন্দেহে গনপিটুনি ও ফলে সেখানেই তার মৃত্যু। পরে জানা যায় এ কাজে অগ্রগামী ছিল এলাকার চায়ের দোকানের বেকার ও ইতর শ্রেণীর লোকেরাই। এদের কারণে পরিবারের সদস্য দের নিয়ে সাচ্ছন্দে চলাফেরাও করা যায় না। আসেপাশের যেকোন মা-বোনকে কটু মন্তব্য প্রথমে এরাই করে, একটু লক্ষ্য করলেই তা দেখা যায়। আমার মতে যেখানে সেখানে পন্যের পসরা না সাজিয়ে সরকার কর্তৃক নির্ধারিত জায়গার ভেতরই কেনাবেচা হওয়া উচিত।

ফুটপাথ নয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।