আমাদের কথা খুঁজে নিন

   

হেঁটে যাই অন্যের ফুটপাথ ধরে

ধুলো থেকে আগমন আবার ধুলোতেই প্রত্যাবর্তন

"ওগো বিদেশিনী তোমার চেরী ফুল দাও আমার শিউলী নাও দুজনে প্রেমে হই ঋনী। " কেন কেউ ভিনদেশী চেরী ফুলের সাথে আমার দেশের শিউলীর তুলনা করে ভালবাসার বিনিময় করতে চেয়েছিল জানিনা। তবে ছোটবেলা থেকে নাম শুনতে শুনতে অন্যরকম একটা দূর্বলতা জন্মেছিল ফুলটির প্রতি। ইচ্ছা ছিল কাছে গিয়ে হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখার। আজ সেই সাধ মিটেছে।

তবে হাতে নেয়ার পর তা আর তেমন চমকপ্রদ রইলনা। তেমন কোনো বিশেষত্ব খুঁজে পেলামনা ফুলটার। এই জন্যই বুঝি Blossom শব্দটা জুড়ে দেয়া হয় ফুলটির সাথে। জাপানের জাতীয় ফুল সাকুরা আমারিকাতে গিয়ে চেরী হয়ে উত্সবমুখর করে তোলে Washington DC র Port Amble নদীর কিনারাকে। সেই চেরী আজ অষ্ট্রেলীয়ার জিলং শহরকে করে তুলেছে ধবলপ্রায়।

মনে হয় যেন আকাশের সাদা রং এর মেঘ গুলো ধরনীর ধুলিতে লুটিয়ে পড়ছে। দেশে দেশে কতইনা বিচিত্রতা!! Scientific Name: Prunus serrulata Scientific classificationbr /> Kingdom: Plantae Division: Magnoliophyta Class: Magnoliopsida Order: Rosales Family: Rosaceae Subfamily: Prunoideae Genus: Prunus

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.