আমি আসলে ধর্ম ও অধর্মের মাঝে বাস করছি। বুঝতে পারছি না কোনটি ঠিক। তাই নিজের নাম দিয়েছি "আ-নাস্তিক"। COD MW3 শেষ করে অনেক শখ করে বসলাম Battlefield 3 খেলব বলে। কিন্তু install করতে গিয়ে দেখি প্যাঁচগোচে ভর্তি জিনিস।
নরমালি গেইমটা ইনষ্টল করতে পারিনি। প্রথমে read me তে দেখলাম alchohol 120% নামের একটা software দিয়ে কাজ শুরু করতে হবে। কিন্তু সেটা অদ্ভুত কারণে কাজ করে না। তাই ইনষ্টল প্রক্রিয়া সামান্য চেঞ্জ করে কাজ করলাম। কিন্তু একেবারে শেষ ধাপে এসে আটকে গেছি।
গেইমের শর্টকাট কি টা প্রেস করলে origin নামক একটা সফট চালু হয়। Read me তে বলা ছিল গেইম চালু করতে হলে origin এ অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হবে। তাই দাঁতে দাঁত চেপে অ্যাকাউন্ট খুলেছি। কিন্তু তা করার পর তারা বলছে, গেইম চালু করতে হলে অবশ্যই প্রডাক্ট কি লাগবে। কিন্তু আমি প্রডাক্ট কি কোথাও খুঁজে পেলাম না।
এখন কি কিছু করার আছে? নাকি সিডিটা দোকানদারের মুখে ছুঁড়ে দিয়ে আসতে হবে? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।