আমাদের কথা খুঁজে নিন

   

ডেইলী ষ্টার সম্পাদক এইড্যা কি কইল ??

পেকে পাকা পেপে সকাল ১১ টার একুশে টিভির খবরে ফিরে দেখা ২০১১ সাল নামক রিপোটে ডেইলী ষ্টার সম্পাদক জনার মাহফুজ আনাম মশাই কইল ভারতের সাথে নাকি বাংলাদেশের সম্পর্কের উন্নতি হয়েছে। . বর্ডারে দিন দিন মানুষ ( ভারতের ভাষায় গরু ছাগল) মারা বৃদ্ধি পাইছে। এত হাতোপায়ো ধরার পরেও কর্তারা পাখি শিকার বন্দ করতাছে না। মমতা আফা কথা দিয়া কথা রাখল না। কতাবার্তা না কইয়াই বান্ধের কাম ধরছে। ট্রানজিট চুক্তি অউক আর না অউক টোল ছাড়া সব চলতাছে। ঘাটের ভাড়া না দিয়ই উঠতি মস্তানগো মত মাল এপার ওপার করতাছে। হের পরেও কইল সম্পর্কের উন্নতি হয়েছে। . নাকি উনার সাথে ব্যাক্তিগত সম্পর্কের উন্নায়নের কতা বলতে চাইছেন ? নাকি আমি হলাই বুঝিনা সম্পর্কের উন্নতি কাকে কয়? সা..ফা..কিরকিরা.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.