বৃষ্টি যেরকম আসতে আসতে ফিরে যায়..তেমনি বৃষ্টির মতো আমিও ফিরেছি বহুবার...
গত ১২ ডিসেম্বর জলবায়ু পরিবর্তন ইস্যুতে কাপ্তাই হ্রদের বুকে নৌবন্ধন,সমাবেশ এবং নৌ অভিযাত্রা করে রাঙামাটির পরিবেশবাদী সংগঠন গ্লোবাল ভিলেজ। প্রায় পঞ্চাশটি বোট সেই কর্মসূচীতে অংশ নেয়। অংশ নেয় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ,পার্বত্য জেলা পরিষদ,রাঙাামটি জেলা প্রশাসন,রাঙামাটি পৌরসভা,পুলিশ প্রশাসন,আওয়ামী লীগ,বিএনপি,পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সহ রাঙামাটির বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন মানুষ। বিপুল সারা জাগনো এবং ব্যতিক্রমধর্মী এই কর্মসূচীটির সংবাদ লুফে নেয় দেশের গনমাধ্যমও।
১৩ ডিসেম্বরের প্রথম আলো,যুগান্তর,সমকাল,ইত্তেফাক,মানবজমিন,ডেসটিনি,সংবাদ,যায়যায়দিন,আজাদী,সুপ্রভাত,পূর্বকোন,বিডিনিউজ,এনটিভি,এটিএন,আরটিভি ও দেশটিভি এবং ১৪ ডিসেম্বরের আমার দেশ,ভোরের কাগজ,নয়াদিগন্ত,ভোরের ডাক পত্রিকায় সংবাদটি গুরুত্ব সহকারে প্রকাশিত হয়।
কিন্তু ১৪ তারিখ ডেইলী স্টারে ন্যাশনাল পাতায় একই কর্মসূচীর একটি বিশাল চাররঙা ছবি ছাপানো হয়,ফটোফিচার হিসেবে। খুবই ভালো কভারেজ। কিন্তু গোলযোগটা বাধে ক্যাপশানে।
সেখানে গ্লোবাল ভিলেজের সাথে আয়োজক হিসেবে আরো একটি সংগঠনের নাম ব্যবহার করা হয়,যেটি ডেইলি স্টার এর রাঙামাটি প্রতিনিধির একটি এনজিও। অথচ অনুষ্ঠানটিতে কোন সহ আয়োজক ছিলোনা।
এমনকি সেই প্র্রোগ্রামে রাঙামাটির প্রায় সকল সাংবাদিক থাকলেও উপস্থিত ছিলোনা ডেইলি স্টারের সেই প্রতিনিধিও।
এইভাবে একজনের কষ্টের প্রোগ্রামের ক্রেডিট হাইজ্যাকের কি বিচার হবে ??
ডেইলি স্টার কি তার প্রতিনিধির এই জোচ্চুরির বিচার করবে??
ব্লগাররা কি বলেন??
আমরা ডেইলি স্টারের কাছে কি প্রত্যাশা করব?????
আমি আমার কর্মসূচীর হাইজ্যাকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই........
এই কর্মসূচীর ছবির লিংক দেখুন-
Click This Link
অন্যান্য পত্রিকায় প্রকাশিত সংবাদের লিংক দেখুন--
Click This Link
http://jaijaidin.com/details.php?nid=165303
Click This Link
Click This Link
Click This Link
http://shamokal.com/
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।