রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই অপপ্রচার চালানো হচ্ছে - জামায়াত
The Daily Star পত্রিকায় 'Jamat honours 5 Muktijoddhas’ শিরোনামে গত ২৮ ডিসেম্বর প্রকাশিত রিপোর্টের কতিপয় ভিত্তিহীন মিথ্যা বানোয়াট তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক মোঃ তাসনীম আলম গত মঙ্গলবার বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, The Daily Star পত্রিকায় উপরোক্ত শিরোনামে প্রকাশিত রিপোর্টে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ঢাকা মহানগরী আল-বদর বাহিনীর প্রধান হিসাবে অভিহিত করে তার সম্পর্কে যে সব ভিত্তিহীন মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উল্লেখ্য যে, কয়েক দিন পূর্বেও The Daily Star পত্রিকায় আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে এই ধরনের একাধিক বানোয়াট প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যথারীতি তার প্রতিবাদও জানানো হয়েছে। কিন্তু দুঃখের সাথে লিখতে হয় যে, The Daily Star পত্রিকা কর্তৃপক্ষ একটি প্রতিবাদও ছাপেননি।
এ থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে তারা জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে একতরফা অপপ্রচার চালিয়ে তাদের মানহানি করবেন অথচ প্রতিবাদ ছাপবেন না। একটি জাতীয় দৈনিক পত্রিকার এ ধরনের আপত্তিকর ভূমিকা কারো কাম্য হতে পারে না।
তিনি আরো বলেন, The Daily Star পত্রিকায় প্রকাশিত রিপোর্টের ভিত্তিহীন বানোয়াট তথ্য সম্পর্কে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো- আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ১৯৭১ সালে ঢাকা মহানগরী আল-বদর বাহিনীর প্রধান হওয়া তো দূরের কথা তিনি ঐ বাহিনীর একজন সাধারণ সদস্যও ছিলেন না। বুদ্ধিজীবী হত্যার সাথে তিনি জড়িত ছিলেন বলে যে তথ্য প্রকাশ করা হয়েছে তাও মিথ্যা। বুদ্ধিজীবী হত্যাসহ কোন হত্যাকান্ডের সাথেই তিনি জড়িত ছিলেন না।
তৎকালীন পূর্ব পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন রিপোর্টের বরাত দিয়ে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে ছাত্রদেরকে আল বদর বাহিনীতে যোগদানের জন্য সংগঠিত করার যে সব অভিযোগ করা হয়েছে তা সর্বৈব মিথ্যা। তখন জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ একজন ছাত্র ছিলেন। তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন রিপোর্টে তার কর্মতৎপরতা অন্তর্ভুক্ত হওয়ার মত গুরুত্বপূর্ণ কোন ব্যক্তি তিনি ছিলেন না। তার সম্পর্কে এই ধরনের অভিযোগ হাস্যকর।
তাসনীম আলম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বার বার প্রতিবাদ জানানো সত্ত্বেও এই সংগঠনের আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ জামায়াত নেতৃবৃন্দকে যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করে তাদের মানহানি করা অন্যায়, অনভিপ্রেত ও দুঃখজনক।
রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই জামায়াত নেতাদের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল নির্বাচিত হওয়ার কারণেই একটি মহল তার বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালাচ্ছে।
এ ধরনের প্রতিহিংসামূলক তথ্য সন্ত্রাস চালানো থেকে বিরত থাকর জন্য তিনি The DailyStar পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।