অবিরাম ছুটে চলা পথ থেকে পথে
গতকাল দ্যা ডেইলী স্টার পত্রিকার সাপ্তাহিক ম্যাগাজিন দ্যা স্টার'র প্রচ্ছদ দেখলাম। দেখে মনে হলো গণমাধ্যম একদিক থেকে যেমন ইভ টিজিং িবরোধী প্রচারণা করছে আবার তার চেয়ে বেশী প্ররোচনা করছে ইভ টিজিংেয়র দিকে।
এই ছবিটা প্রকাশ করে পত্রিকাটি কি প্রমাণ করতে চাচ্ছে?? আমাদের দেশের টিনএজার রা এই রকম??? আমি এতে খারাপ কিছু অর্থ করছিনা। তবে এগুলো আমাদের দেশের সাংস্কৃতিক পরিবেশের সাথে যায়কিনা েসটিই আমার প্রশ্ন।
আপনি যদি আপনার সংস্কৃতি ভুলে অন্য দেশের ধার করা সংস্কৃতি দিয়ে দেশ চালাতে চান তবে অন্য দেশের সমস্যাগুলো তো আপনার দেশেই আসবে।
বাংলাদেশে েতা অবাধে এভাবে ইভ টিজিং হতোনা। তবে এটি ভয়াবহ আকাের বেড়ে গেলো। সেটা ভেবে দেখা দরকার। ঠিক এইডসের মত?
তাই সামাজিক আন্দোলন গড়ে তোলার আগে নিজের ঘর সামলাতে পত্রিকা গুলোক অনুরোধ করছি।
এ ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিচ্ছি।
ধরুন বাংলাদেশে মল্লিকা শেরওয়াত এসেছে। সে সাধারণত বলিউডে যেসব পোশাক পরে, সেরকম বিকৃত পোশাক পরে ঢাকা িবশ্ববিদ্যালেয়র টিএসসিতে দাড়িয়ে যদি বলে "নারীকে উক্ত্যক্ত করা ঠিক নয় বা ইভ টিজিং প্রতিরোধে এগিয়ে আসুন" বিষয়টি কেমন হবে ভেবে দেখুন।
দু:খিত ছবিটা প্রকাশ করতে চায়নি। কিন্তু দিতে হলো প্রমানের জন্য। নিজগুণে ক্ষমা করবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।