মানুষ আমি আমার কেন পাখির মত মন...........। ২ বছর ধইরা প্রাইভেট পড়াই। এই ২ বছরে ২ জন স্টুডেন্ট নিয়াই খুশ আছিলাম। একটাও এই ২ বছরে কইতে পারলনা যে বুঝাইতে পারিনা। ১ মাস আগে এক বড় ভাইয়ের জোরাজুরিতে তার পরিচিত কলেজ পড়ুয়া এক ছোট ভাইকে পড়ানো শুরু করলাম।
আজকে রাতে সেই ছেলের আপন বড় ভাই ফোন দিয়া কইল আমি নাকি বুঝাইতে অক্ষম ওই পোলারে। কইলাম "আইচ্চা, টিকাচে। গেলাম না আর পড়াইতে আপ্নের ভাইরে। "
জিদ্দের ঠেলায় তো কয়া দিলাম। ফোন রাখুনের পর থাইকা মনডা কেমুন জানি চিপকাইতাসে।
একটা মোটা অঙ্কের টাকা পাইতাম। গেলুগা। জীবনে এই পত্থম টিউশনি গেলগা। এখন বুঝতাসি লগের পুলাপাইন আর বড় ভাইরা টিউশন না থাকলে দাপরায় কেন। কষ্ট রে......... কষ্ট
যাই হোক, সকলের দোয়া চাইয়া ভবিষ্যতে কইতে চাই,
"চলে গেছ তাতে কি, নতুন একটা পেয়েছি,
তোমার চেয়ে অনেক মেধাবী!" ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।