আমাদের কথা খুঁজে নিন

   

টিউশনি



আমাদের পাশের বাসার অ্যান্টির এক মেয়ে ক্লাস সিক্সে পড়ে। কিছুদিন আগে অ্যান্টি তার মেয়ের জন্য অনার্স থার্ড ইয়ারে পড়া এক পোলাকে টিচার হিসেবে রাখলেন।

প্রথমে কয়েকদিন ঠিক থাকলেও কিছুদিন ধরে উনি লক্ষ করলেন, ওই টিচার আসলে আর যেতে চায় না। স্টুডেন্টের সাথে গল্প জুড়ে দেয় ঘণ্টার পর ঘণ্টা। যেখানে কেউ এক ঘণ্টাই ঠিকমতো পড়াতে চায় না সেখানে দেখা যেত ছেলেটা আড়াই তিন ঘণ্টা বসে আছে।


এরপর অ্যান্টি ওই পোলারে বিদায় করে দেয়... ।

এদের জন্যই আমাদের মতো পাবলিকদের রিপুটেশন খারাপ হয়। এরা গিয়ে মেয়ে স্টুডেন্টের সাথে লাইন মারে... আরে ভাই গেছস পড়াইতে ওইটা ঠিকমতো কর... আর লাইন মারতে চাইলে অন্য মেয়ে খুঁজে বের কর। স্টুডেন্টের সাথে ক্যামনে? তাও ক্লাস সিক্সের মেয়ে!!!

এদের জন্যই অভিভাবকরা এখন মেয়েদের জন্য ছেলে টিচার রাখতে চায় না... রাখলেও এমন ভাবে তাকায় যেন টিচার একটা লুইচ্চা...। লুইচ্চা যে নাই তা না, কিন্তু এরা তো নগণ্য সংখ্যক।

এদের কারণে আমাদের মতো সাধাসিধে পাবলিকের টিউশনি মাইর যায়। সবাই এখন মেয়ে পড়ানোর জন্য মেয়ে টিচার খুঁজে... । কেন খুঁজে বুঝতেই পারছেন...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।