আমাদের কথা খুঁজে নিন

   

টিউশনি ও খাওয়া

আমার এক বন্ধু টিউশনি করত বেশ ধনী লোকের এক বাসায়। কিন্তু কোনো দিনও ওকে এক গ্লাস পানি পর্যন্ত খেতে দিত না। একদিন সে তার ছাত্রকে বলল, ‘এক গ্লাস পানি নিয়ে আসো তো। ’ ভেবেছিল, পানি চাইলে সঙ্গে ‘টানি’ও দেবে। কিন্তু ছাত্রের মা এক গ্লাস পানিই পাঠিয়ে দিলেন।

তার মেজাজ গেল বিগড়ে। পরের দিন পড়াতে যাওয়ার সময় কোয়ার্টার চিকেন গ্রিল কিনে নিয়ে গেল সে। ছাত্রের সামনে বের করতে করতে বলল, ‘যাও তো, এক গ্লাস পানি নিয়ে আসো। এই সময় যা খিদে লাগে না!’ ছাত্র পানি আনতে গিয়ে ওর ছোট ভাইকেও ডেকে আনল। সঙ্গে দুটি প্লেট।

বলল, ‘আমরাও খাব। প্রতিদিন নিয়ে আসবেন, স্যার। ’ বন্ধুর চোখ তখন কপালে। ছোট বাচ্চা, কী বলবে! ওদের খাওয়ার চোটে বন্ধুটি নিজেই খেতে পারল না। মনে মনে বলল, খা বাবা, তোরাই খা।


 সাঈম ইসলাম।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।